হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে বিআরটিসির ৪ বাসে আগুন: ৪ লাখ টাকায় শ্রমিক লীগ নেতার চুক্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শ্রমিক লীগ নেতা দিদারুল আলমের সঙ্গে ৪ লাখ টাকা চুক্তিতে বিআরটিসি বাস ডিপোর চারটি বাসে আগুন দেন লেগুনাচালক সোহেল রানা (৪০)। ৫০০ টাকা দিয়ে তাঁকে এই কাজে পাঠানো হয়। বলা হয় বাকি টাকা পরে দেওয়া হবে। গত শনিবার রাতে বিআরটিসি ডিপোতে পার্কিং করা চারটি বাসে আগুন দেওয়া হয়। ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ গত সোমবার সকালে সোহেল রানাকে গ্রেপ্তার করে। 

গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালতে গ্রেপ্তার লেগুনাচালক সোহেল রানা জবানবন্দিতে এসব কথা বলেন। এর আগে সোহেল রানার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে নগরের বায়েজীদ বোস্তামী থানা শ্রমিক লীগের সভাপতি দিদারুল আলমকে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। 

গত শনিবার রাতে চট্টগ্রামে নতুনপাড়া বিআরটিসি বাস ডিপোতে চারটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় চট্টগ্রামসহ সারা দেশে কারফিউ জারি ছিল। 

ওই সময় পুলিশসহ অনেকেই ধারণা করেছিল, কোটা আন্দোলনকারীরা এই নাশকতার ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় হওয়া মামলায় পর পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে সোহেল রানাকে শনাক্ত করে। পরে ২২ জুলাই তাঁকে গ্রেপ্তারের পর আগুন দেওয়ার নির্দেশদাতা হিসেবে বায়েজীদ বোস্তামী থানা শ্রমিক লীগের সভাপতি দিদারুল আলমের নাম আসে। সোহেলের দেখানোমতে পরে বালুচরা এলাকা থেকে দিদারুল আলমকে গ্রেপ্তার করে পুলিশ। 

গ্রেপ্তার দুজনের মধ্যে গতকাল মঙ্গলবার সোহেল রানা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে সোহেল আরও বলেন, তিনি চট্টগ্রাম হাটহাজারী রোডে লেগুনা চালাতেন। ১৫ দিন আগে তাঁর লেগুনা চালনা বন্ধ হয়ে গেলে তিনি আর্থিক সংকটে পড়েন। এ সময় দিদারের কাছে আর্থিক সহায়তার জন্য যান। গত বৃহস্পতি ও শুক্রবার সারা দেশে কোটা নিয়ে সহিংস ঘটনার সময় শনিবার বেলা আড়াইটায় সোহেলকে বাস পোড়ানোর প্রস্তাব দেন দিদার। এ জন্য তাঁকে ৪ লাখ টাকা দেওয়া হবে বলে জানান দিদার। 

মামলার তদন্তকারী কর্মকর্তা হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) রহমত উল্লাহ বলেন, ঘটনার সময় ডিপোর ক্লিনিং শেডের পাশে থাকা একটি বাসের সিটের ফোম ছিঁড়ে তাতে ব্রেকের অয়েল লাগিয়ে দেশলাই দিয়ে চারটি বাসে সোহেল আগুন লাগিয়ে দেন। পরে তিনি দেয়াল টপকে পালিয়ে যান। 

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, আজ বুধবার চট্টগ্রাম আদালতে মূল অভিযুক্ত দিদারুল আলমকে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আদালত এখনো রিমান্ড শুনানি করেননি। রিমান্ডে নিলে বিস্তারিত জানা যাবে। 

জানা যায়, নগরের অক্সিজেন-হাটহাজারী সড়কের নতুনপাড়া এলাকায় বিআরটিসি ডিপো। সেখানে ৯৬টি সরকারি বাস রয়েছে। আগুনে একটি বাসের ১৬টি আসন এবং আরেকটির আটটি পুড়ে যায়। বাকি দুটি আংশিক পুড়ে যায়। এ ঘটনায় বিআরটিসি ডিপো চট্টগ্রামের ব্যবস্থাপক মো. জুলফিকার বাদী হয়ে হাটহাজারী থানায় গত রোববার মামলা করেন। 

গত বছর মো. রুবেল নামের বিআরটিসির এক ঠিকাদারকে কুপিয়ে হত্যার অভিযোগ রয়েছে দিদারুল আলম ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। ওই ঘটনায় হওয়া মামলার আসামি দিদারুল আলম। তবে দিদারুল আলম শ্রমিক লীগের কেউ নন বলে দাবি করেন শ্রমিক লীগের নেতারা।

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম

চট্টগ্রামে দুর্ঘটনায় প্রাইভেট কার আরোহী যুবদল নেতা নিহত