হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

অপহরণ ও ধর্ষণের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের পূর্ব চরপাতা গ্রাম থেকে অপহৃত দশম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে র‍্যাব। গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে লক্ষ্মীপুর শহরের হাসপাতাল সড়কের একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়। 

এ ঘটনায় কিশোরীর মামা জাহিদ হাসান বাদী হয়ে আজ মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রায়পুর থানায় মামলা করেন। 

পরিবারের অভিযোগ, গত রোববার সন্ধ্যায় বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করা হয়েছে। 

র‍্যাব সূত্রে জানা যায়, পূর্ব চরপাতা গ্রামে খালার বাড়িতে টিউবওয়েলের পানি আনতে গেলে মো. রাব্বী (২৩), মো. হৃদয়ের (২২) সহযোগিতায় ফুসলিয়ে ও বিয়ের প্রলোভনে ভুক্তভোগী কিশোরীকে অপহরণ করা হয়। ইচ্ছার বিরুদ্ধে রাব্বী তাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করেন। 

র‍্যাব পরে অভিযান চালিয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মো. রাব্বীকে গ্রেপ্তার করে। রাব্বী পূর্ব চরপাতা গ্রামের তমিজ উদ্দিন মুন্সি বাড়ির কামাল হোসেনের ছেলে। এ ছাড়া সহযোগিতা করার অভিযোগে মো. হৃদয়কেও আটক করা হয়। হৃদয় সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের এনায়েতপুরের শরিয়ত উল্যা মেম্বার বাড়ির আব্দুল মতিনের ছেলে। র‍্যাব তাঁদের রায়পুর থানায় হস্তান্তর করে। 

র‍্যাব কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন জানান, র‍্যাব-১১-এর সিপিপি-৩ নোয়াখালীর একটি বিশেষ দল লক্ষ্মীপুর হাসপাতাল রোডের প্রান্ত নিবাসে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। অভিযোগ প্রাপ্তির আট ঘণ্টার মধ্যে ভুক্তভোগীকে উদ্ধার করে আসামিদের গ্রেপ্তার করা হয়। 

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপন বড়ুয়া জানান, এ ঘটনায় কিশোরীর মামা জাহিদ হাসান বাদী হয়ে আটক দুজনের নামে মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। 

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক