চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যানে ঝুঁকিপূর্ণ ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন করে গ্যাস বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে র্যাব। এ সময় ৬১৪টি গ্যাস ভর্তি সিলিন্ডারসহ চারটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
গতকাল উপজেলা সাতকানিয়ার কেরানীহাট-বান্দরবান সড়কের পাশে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হলেও আজ সোমবার র্যাবের পক্ষ থেকে এ বিষয়টি জানানো হয়।
এই ঘটনায় সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটকেরা হলেন–মো. আজিজুল হক (৪৫), মো. আলমগীর (৪০) ও হুমায়ন কবির (২৭)। অভিযুক্তরা উপজেলাটির কেঁওচিয়া ও হাতুরাপাড়া গ্রামের বাসিন্দা।
তিনি আরও বলেন, ‘তাঁদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে কাভার্ডভ্যানের ভেতরে ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন তৈরি করে ব্যবসা করছে। বিশেষ প্রক্রিয়ায় কাভার্ডভ্যানের ভেতর সিলিন্ডার স্থাপন করে গ্যাসগুলো মজুত করা হয়।
পরে সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় সিএনজি অটোরিকশাগুলোর কাছে এসব গ্যাস চড়া মূল্যে বিক্রি করা হয়। প্রতিটি কাভার্ডভ্যানে গড়ে দেড় শ ওপরে সিলিন্ডার স্থাপন করা ছিল।’