হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাভার্ডভ্যানে ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন, গ্রেপ্তার ৩ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যানে ঝুঁকিপূর্ণ ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন করে গ্যাস বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে র‍্যাব। এ সময় ৬১৪টি গ্যাস ভর্তি সিলিন্ডারসহ চারটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। 

গতকাল উপজেলা সাতকানিয়ার কেরানীহাট-বান্দরবান সড়কের পাশে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হলেও আজ সোমবার র‍্যাবের পক্ষ থেকে এ বিষয়টি জানানো হয়।

এই ঘটনায় সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটকেরা হলেন–মো. আজিজুল হক (৪৫), মো. আলমগীর (৪০) ও হুমায়ন কবির (২৭)। অভিযুক্তরা উপজেলাটির কেঁওচিয়া ও হাতুরাপাড়া গ্রামের বাসিন্দা। 

র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে সাতকানিয়ার ওইস্থানে অভিযান চালালে তাঁরা বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এ ছাড়া তাঁদের বিস্ফোরক অধিদপ্তরের কোনো অনুমোদন ছিল না। পরে তাঁদের আটক করা হয়।’ 

তিনি আরও বলেন, ‘তাঁদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে কাভার্ডভ্যানের ভেতরে ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন তৈরি করে ব্যবসা করছে। বিশেষ প্রক্রিয়ায় কাভার্ডভ্যানের ভেতর সিলিন্ডার স্থাপন করে গ্যাসগুলো মজুত করা হয়। 

পরে সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় সিএনজি অটোরিকশাগুলোর কাছে এসব গ্যাস চড়া মূল্যে বিক্রি করা হয়। প্রতিটি কাভার্ডভ্যানে গড়ে দেড় শ ওপরে সিলিন্ডার স্থাপন করা ছিল।’

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান