হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঘাইছড়িতে আনসার সদস্যদের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়িতে ১৮ আনসার ব্যাটালিয়নের সদস্য জেনারেটর অপারেটর শাকিল হোসেনের (২৩) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকাল ৯টায় ১৮ আনসার ব্যাটালিয়নের জেনারেটর রুম থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে বাঘাইছড়ি থানার পুলিশ।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

ওসি বলেন, পুলিশের ধারণা, গভীর রাতে কোনো এক সময় গলায় ডিশের তার পেঁচিয়ে আত্মহত্যা করেছেন শাকিল। তবে ময়নাতদন্তের রিপোর্ট এলে সঠিক কারণ জানা যাবে। শাকিল হোসেন আনসারের ২০তম ব্যাচের সদস্য ছিলেন। ঢাকার ধামরাইয়ের যাদবপুর এলাকার আলেক হোসেনের ছেলে তিনি। ১৭ নভেম্বর ২০১৯ সালে আনসার বাহিনীতে যোগদান করেন তিনি। 

এ বিষয়ে বাঘাইছড়ি ১৮ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ সোহাগ পারভেজ বলেন, ‘এভাবে একজন সদস্য চলে যাওয়া খুবই দুঃখজনক। আমি দাপ্তরিক কাজে ঢাকায় আছি। খবর শুনে প্রাথমিকভাবে মনে হচ্ছে সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে। ব্যাটালিয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

এদিকে আনসার সদস্যদের ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর পেয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, দীঘিনালা জামতলী ২১ আনসারের পরিচালক মো. ফেরদৌস আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করছেন।

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ