হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে সড়কের দুই পাশ থেকে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে আজ মঙ্গলবার মহাসড়কের পাশ থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই পাশ থেকে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। আজ মঙ্গলবার শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজারে এই অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার এই অভিযান চালান। এ সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসারের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ ও সেনাসদস্য উপস্থিত ছিলেন।

নিগার সুলতানা বলেন, ‘সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে কিছু লোক স্থায়ী ইমারত নির্মাণ করে ব্যবসা করে আসছিলেন। এসব স্থাপনা অপসারণের জন্য তাঁদের বারবার বলা হলেও তা শোনেননি। তাই যানজট নিরসন ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে উচ্ছেদ অভিযান চালানো হয়।’

উপজেলার শাহরাস্তি গেট ও কালিয়াপাড়া এলাকায় সব মিলিয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে।

খালেদা জিয়ার মৃত্যুতে আইআইইউসির শোক

চট্টগ্রামে জেলা প্রশাসনের জমি বরাদ্দ দিল সিটি করপোরেশন

কক্সবাজারে ভাইয়ের হাতে বোন খুন

রাউজানে ভোটের মাঠ: সম্পদে এককভাবে এগিয়ে গোলাম আকবর, গিয়াসের স্ত্রী-সন্তানেরা ধনী বেশি

আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার দুই শিশুর পরিচয় মিলেছে, বাবা-মায়ের বিরুদ্ধে মামলা

মহাসড়কে দোকান যানজটে ভোগান্তি

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টে দেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট