কাপ্তাই লেকে পড়ে নিখোঁজের সাড়ে ১৭ ঘণ্টা পর সাবেক ইউপি সদস্য অমর চাকমার (৫৫) মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে কিছুটা দূর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। কাপ্তাই থানা-পুলিশের সহায়তায় শহীদ মোয়াজ্জেম ঘাঁটির নৌ ডুবুরি দলের সদস্যরা এ উদ্ধার অভিযান পরিচালনা করেন।
৪ নম্বর কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল রোববার (১৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের দুর্গম ১ নম্বর ওয়ার্ডের ভাইবোনছড়া এলাকায় নৌকা থেকে পড়ে হারিয়ে যান অমর চাকমা। অমর চাকমা ওই এলাকার সাবেক ইউপি সদস্য।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য বাদল চাকমা জানান, নিখোঁজের পর এলাকাবাসী লেকে খোঁজাখুঁজি করলেও কোন সন্ধান পায়নি। এলাকাটি দুর্গম হওয়ায় আজ সোমবার সকালে উদ্ধার অভিযান শুরু করে কাপ্তাই নৌ ঘাঁটির নৌ ডুবুরি দল। ৮টা ৫৫ মিনিটে হারিয়ে যাওয়া স্থানের কিছুটা দূর থেকে তারা অমর চাকমার মরদেহ উদ্ধার করে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন জানান, নৌ বাহিনী ডুবুরি দলের সহায়তায় পুলিশ সদস্যরা ওই এলাকায় গিয়ে নিখোঁজ অমর চাকমার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।