হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফটিকছড়িতে ছিনতাইকারীর লুটের স্বর্ণ কেনার অভিযোগে গ্রেপ্তার ১

প্রতিনিধি, ফটিকছড়ি (চট্টগ্রাম) 

চট্টগ্রামের বিভিন্ন ছিনতাইকারীর লুট করা স্বর্ণ কিনতেন সুজন ধর। নগরীর শেরশাহ বাংলা বাজার এলাকায় প্রভা জুয়েলার্স নামে তাঁর নিজ প্রতিষ্ঠানের আড়ালে এ কাজ করতেন তিনি। এমন অভিযোগে ১৯ জুলাই তাঁকে গ্রেপ্তার করেন ডবলমুরিং থানা-পুলিশ।

গ্রেপ্তারকৃত সুজন ধর ফটিকছড়ির রায়পুর গ্রামের মৃত দিজেন্দ্রলাল ধরের ছেলে।

জানা যায়, সুজন একাধিকবার মদসহ ফটিকছড়ি থানা-পুলিশের হাতে গ্রেপ্তার হয়। স্থানীয় ইউনিয়ন পরিষদ ও থানাতেও তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগপত্র জমা রয়েছে। এমনকি বিগত কয়েক মাস আগেও সম্পত্তির মামলা বাদী বিবাদীর সম্মতিতে স্থানীয় পরিষদে নিষ্পত্তি করা হলেও বিচারের রায় না মেনে প্রতিপক্ষের ওপর হামলা ও মিথ্যা মামলা দেন তিনি।

বণিক পাড়ার কয়েকজন বলেন, আমরা সুজন ধরের নির্যাতন ও মায়ের অকথ্য ভাষায় গালাগালির জন্য বাড়ি ছাড়া হয়েছি। সুজন আমাদের ঘরে অস্ত্র ও ইয়াবা দিয়ে পুলিশকে ধরিয়ে দেবে বলে হুমকি দেয়। শহরের যে কোন জায়গায় পেলে হত্যা করবে বলেও ভয়ভীতি দেখান।

স্থানীয় ইউপি সদস্য আনোয়ার পাশা হানিফ বলেন, সুজন চেয়ারম্যান, মেম্বার ও সমাজ কোনো কিছুকে তোয়াক্কা করে না। সে গ্রামে এসে নানারকম অবৈধ কাজ করে আবার শহরে পালিয়ে যায়।

ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাধিক অভিযোগ এবং কয়েকটি মামলা রয়েছে। এমনকি তাঁর অত্যাচারে এলাকার কয়েকটি পরিবার ঘরছাড়াও হয়েছে।

ওসি আরও বলেন, ১১ মামলার আসামি রুবেলের ছিনতাইকৃত স্বর্ণ কিনতেন সুজন। লুট করা স্বর্ণ ক্রয়ের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।

প্রতীক বরাদ্দের আগে ভোট চাওয়ায় জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীকে শোকজ

মোটরসাইকেল থামিয়ে ইয়াবা সেবনের জন্য ৫০০ টাকা দাবি, না দেওয়ায় খুন

চট্টগ্রাম ১৩: বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে শোকজ

মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে পাঁচজনকে কুপিয়ে জখম

চাঁদপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ২ প্রার্থীকে শোকজ

চবিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, অভিযান চালিয়ে নথিপত্র নিল দুদক

বাঁশখালীতে ঘুষের টাকাসহ পরিবার পরিকল্পনার অফিস সহকারী আটক

চট্টগ্রামে ৩৫ সোনার বার ছিনতাই: বহিষ্কৃত ছাত্রদল নেতা বার্মা সাইফুলসহ গ্রেপ্তার ৪

কুবিতে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে

অলি আহমদের বিরুদ্ধে গাড়িতে হামলার অভিযোগ বিএনপির প্রার্থীর সমন্বয়কের