হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যান-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ সলিমপুর বায়োজিদ লিংক রোডে বেঙ্গল ব্রিক ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার চান্দুল্লা এলাকার মনির চৌধুরী (৩৯) ও বগুড়া জেলার শাহজাহানপুর থানার মো. জিয়াউর রহমান (৪০)। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে ওই স্থানে দ্রুতগতিতে আসা একটি কাভার্ড ভ্যান পেছন থেকে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে চালক ও দুই যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক বলেন, এ দুর্ঘটনায় আহত দুজনকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। দুজনের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। 

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ রানা বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে আহত তিনজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক মনির ও জিয়াউর রহমানকে মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ