হোম > সারা দেশ > চট্টগ্রাম

যুবলীগ নেতা মুসলিম হত্যায় গ্রেপ্তার ২

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

সাইফুল ইসলাম রাকিব ও আলতাফ হোসেন ওরফে জিহান। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবলীগ নেতা মুসলিম উদ্দিন হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। এর আগে গতকাল শনিবার গভীর রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন সাইফুল ইসলাম ওরফে রাকিব (২০) ও আলতাফ হোসেন ওরফে জিহান (১৯)। রাকিব মুসলিম হত্যা মামলার ১ নম্বর আসামি ও জিহান ৩ নম্বর আসামি বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর। তিনি বলেন, মামলার পর থেকে গ্রেপ্তার এড়াতে আসামিরা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের মাধ্যমে গতকাল গভীর রাতে গোপ্তাখালী এলাকায় অভিযান চালানো হয়। এতে মামলার মূল আসামি রাকিব ও তাঁর সহযোগী জিহানকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দুজনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১০ এপ্রিল যুবলীগ নেতা মুসলিম উদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পর ১৪ এপ্রিল তাঁর স্ত্রী মোছাম্মৎ লিমা আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় রাকিব ও জি এমসহ চারজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আট-দশজনকে জনকে আসামি করা হয়।

রাঙ্গুনিয়ায় বাসের ধাক্কায় দুই স্কুলছাত্র নিহত

বিদ্যালয় নির্মাণের নামে পাহাড় কেটে সাবাড়

নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিমানবন্দরে প্রবেশে কড়াকড়ি

১৫ জানুয়ারি থেকে যৌথ বাহিনীর জোরালো অভিযান: ইসি সানাউল্লাহ

সন্ধ্যায় বাসা থেকে বেরিয়ে নিখোঁজ, সকালে মিলল কিশোরের গলাকাটা লাশ

দুই দিন ধরে সড়কে পড়ে ছিল কোটি টাকার মার্সিডিজ

রাউজানে যুবদল নেতাকে গুলি করে হত্যা

হুম্মামের চেয়ে ৪০ গুণ বেশি সম্পদের মালিক তাঁর স্ত্রী

গ্যাস সিলিন্ডার বেশি দামে বিক্রির দায়ে ডিলারকে জরিমানা

আনোয়ারায় রাস্তা থেকে উদ্ধার দুই শিশুর একজনের মৃত্যু, লাশ নিতে এলেন দাদি