হোম > সারা দেশ > কক্সবাজার

এবার টেকনাফে অস্ত্রের মুখে ৩ শ্রমিক অপহরণ

কক্সবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে ট্রাক থামিয়ে অস্ত্রের মুখে তিন শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার উপজেলার হোয়াইক্যং-শামলাপুর রুটের বাহারছড়া ঢালায় এ ঘটনা ঘটে। তবে অপহৃতদের নাম–পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. দস্তগীর হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে দস্তগীর হোসেন আজকের পত্রিকা বলেন, ‘সকাল ৮টার দিকে টেকনাফের হোয়াইক্যং স্টেশন থেকে ট্রাকযোগে ৭-৮ জন শ্রমিক শামলাপুর যাচ্ছিল। পথিমধ্যে বাহারছড়া পাহাড়ি ঢালা নামক এলাকায় পৌঁছালে অজ্ঞাত একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে ট্রাকটি থামায়। পরে গাড়িতে থাকা ট্রাকের হেলপারসহ ছয়জন শ্রমিককে অপহরণ করে।’

পুলিশ এ কর্মকর্তা বলেন, অভিযানের একপর্যায়ে দুর্বৃত্তরা তিনজনকে ছেড়ে দিলেও বাকি তিনজনের সন্ধান পাওয়া যায়নি। অপহৃতদের উদ্ধার ও ঘটনার কারণ অনুসন্ধানের কাজ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

সূত্রে জানা গেছে, গত এক বছরে টেকনাফের বিভিন্ন এলাকায় ১৫০ জন ব্যক্তি অপহরণের শিকার হয়েছেন। এর মধ্যে ৯৩ জন স্থানীয় বাসিন্দা, ৫৭ জন রোহিঙ্গা। এর মধ্যে অন্তত ৭৮ জন মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার দাবি করেছে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির