হোম > সারা দেশ > চট্টগ্রাম

কালভার্ট নির্মাণে খালে বাঁধ, পানিবন্দী অর্ধশত পরিবার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় কালভার্ট নির্মাণের জন্য একটি খালে বাঁধ দেওয়ায় পানিবন্দী হয়ে পড়েছে অর্ধশত পরিবার। পাঁচ দিনের টানা ভারী বৃষ্টিতে পানি সরতে না পেরে পুরো গ্রাম ডুবে গেছে। বসতঘরে ঢুকে পড়েছে পানি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা যায়, উপজেলার ৭ নম্বর বেতাগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড কাটাখালী এলাকার অর্ধশত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। স্থানীয় হাফেজ বজলুর রহমান সড়কের কাটাখালী এলাকায় একটি কালভার্ট নির্মাণের জন্য কাটাখালী খালে বাঁধ দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। এতে চরম বেকায়দায় পড়েছে এলাকার মানুষ। ঘরবাড়ি-রাস্তাঘাট সবকিছু ডুবে গেছে। 

স্থানীয় বাসিন্দা কালা মিয়া বলেন, পাঁচ দিন ধরে অবিরাম বৃষ্টি হচ্ছে। খাল দিয়ে পানি সরতে না পেরে পুরো গ্রাম ডুবে গেছে। বসতবাড়িতে ঢুকে পড়েছে পানি। এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েছে। রান্নাবান্নাও করতে পারছে না। 

কালা মিয়া বলেন, বছরের অন্য সময়ে কাজ না করে তাঁরা কালভার্ট নির্মাণ করছেন বৃষ্টির মৌসুমে। ১৫ দিন আগে কাজ ধরেছেন মাত্র। তাঁরা কাটাখালী খালে বাঁধ দিয়ে কাজ করতে গিয়ে খালের পানির প্রবাহ বন্ধ করে দিয়েছেন। পাঁচ দিনের একটানা ভারী বৃষ্টিতে খালের পানি উপচে এলাকা প্লাবিত হয়েছে। এতে মানবেতর দিন কাটাচ্ছে এলাকার মানুষ। 

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. সাঈদ বলেন, ‘এলাকায় পাঁচ-ছয় ফুট পানি ফুলে উঠে বন্যায় রূপ নিয়েছে। কালভার্ট নির্মাণের জন্য কাটাখালী খালে বাঁধ দিয়ে মাত্র ছয় ইঞ্চির একটি পাইপ দিয়েছে। এটি দিয়ে পানির প্রবাহ যথাযথভাবে হচ্ছে না, তাই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানিয়েছি।’ 

বেতাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘কালভার্টের জন্য দেওয়া বাঁধটির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিষয়টি কীভাবে সমাধান করা যায়, তা দেখা হচ্ছে।’ 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির