হোম > সারা দেশ > চট্টগ্রাম

ধর্ষণের মামলার আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক তরুণীকে ধর্ষণের মামলায় মো. রফিক (৩৮) নামে এক ব্যাক্তির যাবজ্জীবন কারাদণ্ড, ৩ লাখ টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার চট্টগ্রাম নারী ও শিশু ট্রাইব্যুনাল ৭-এর বিচারক ফেরদৌস আরা আসামির উপস্থিতিতে এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রাম জেলার ভুজপুর থানার পূর্ব সোনাই গ্রামের মো. ইউছুফের ছেলে। ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এম এ নাসের চৌধুরী আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এম এ নাসের চৌধুরী বলেন, এই মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত আসামির বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন।

মামলা নথি সূত্রে জানা গেছে, ২০১৭ সালে ২৬ মার্চ রফিক জোর করে দোকানের ভেতর ধরে নিয়ে ওই তরুণীকে ধর্ষণ করেন। পরে বিয়ের প্রলোভন ও ভয় দেখিয়ে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করা হয়। এক পর্যায়ে ওই তরুণী অন্তসত্ত্বা হওয়ার পর বিষয়টি জানাজানি হয়। এই ঘটনায় পরে ভুজপুর থানায় রফিককে আসামি করে একটি মামলা হয়। ২০১৭ সালে ১৪ সেপ্টেম্বর মো. রফিককে একমাত্র আসামি করে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল হয়। মামলাটি বিচারের সময় রাষ্ট্রপক্ষ আটজন সাক্ষী উপস্থাপন করেন। 

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০