হোম > সারা দেশ > চট্টগ্রাম

ট্রলারের মাঝিকে এখনো খুঁজে পায়নি পুলিশ

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার লইসকা বিলে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর মধ্যে বালুভর্তি বাল্কহেড এর মাঝি ও তাঁর দুই সহযোগী রয়েছেন। এই ঘটনায় ডুবে যাওয়া ট্রলারের মাঝিকে এখনো খুঁজে পায়নি পুলিশ। 

ট্রলারডুবির ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, বাল্কহেড এর মাঝি ও জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি এলাকার আলী আফজালের ছেলে জমির মিয়া (৩৩) একই এলাকার আব্দুল করিমের ছেলে মো. রাসেল (২২) ও কাশের মিয়ার ছেলে খোকন মিয়া (২২), মৃত আশরাফ আলীর ছেলে মো. সোলায়মান (৬৪) ও বিজয়নগরের কালারটেকের মিস্টু মিয়া (৬৭)। 

এই ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাসান জানান, ট্রলারডুবির ঘটনায় বিজয়নগর থানায় মামলা করা হয়েছে। উপজেলার চম্পকনগরের মৃত আব্দুল হাসিমের ছেলে সেলিম মিয়া বাদী হয়ে মামলা করেন। এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। 

ওসি আরও জানান, এ ঘটনায় বালুভর্তি বাল্কহেড এর মাঝি ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করা গেলেও যাত্রীবাহী ট্রলারের মাঝি বা এর সঙ্গে সংশ্লিষ্ট কারও সন্ধান এখনো পাওয়া যায়নি। মাঝিকে খুঁজে বের করতে এরই মধ্যে আমরা অভিযান চালিয়েছি। এ ছাড়া মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত