হোম > সারা দেশ > চট্টগ্রাম

ট্রলারের মাঝিকে এখনো খুঁজে পায়নি পুলিশ

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার লইসকা বিলে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর মধ্যে বালুভর্তি বাল্কহেড এর মাঝি ও তাঁর দুই সহযোগী রয়েছেন। এই ঘটনায় ডুবে যাওয়া ট্রলারের মাঝিকে এখনো খুঁজে পায়নি পুলিশ। 

ট্রলারডুবির ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, বাল্কহেড এর মাঝি ও জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি এলাকার আলী আফজালের ছেলে জমির মিয়া (৩৩) একই এলাকার আব্দুল করিমের ছেলে মো. রাসেল (২২) ও কাশের মিয়ার ছেলে খোকন মিয়া (২২), মৃত আশরাফ আলীর ছেলে মো. সোলায়মান (৬৪) ও বিজয়নগরের কালারটেকের মিস্টু মিয়া (৬৭)। 

এই ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাসান জানান, ট্রলারডুবির ঘটনায় বিজয়নগর থানায় মামলা করা হয়েছে। উপজেলার চম্পকনগরের মৃত আব্দুল হাসিমের ছেলে সেলিম মিয়া বাদী হয়ে মামলা করেন। এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। 

ওসি আরও জানান, এ ঘটনায় বালুভর্তি বাল্কহেড এর মাঝি ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করা গেলেও যাত্রীবাহী ট্রলারের মাঝি বা এর সঙ্গে সংশ্লিষ্ট কারও সন্ধান এখনো পাওয়া যায়নি। মাঝিকে খুঁজে বের করতে এরই মধ্যে আমরা অভিযান চালিয়েছি। এ ছাড়া মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির

সুষ্ঠু নির্বাচনই যথেষ্ট নয়, গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে: বদিউল আলম