হোম > সারা দেশ > চট্টগ্রাম

ট্রলারের মাঝিকে এখনো খুঁজে পায়নি পুলিশ

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার লইসকা বিলে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর মধ্যে বালুভর্তি বাল্কহেড এর মাঝি ও তাঁর দুই সহযোগী রয়েছেন। এই ঘটনায় ডুবে যাওয়া ট্রলারের মাঝিকে এখনো খুঁজে পায়নি পুলিশ। 

ট্রলারডুবির ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন, বাল্কহেড এর মাঝি ও জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শোলাবাড়ি এলাকার আলী আফজালের ছেলে জমির মিয়া (৩৩) একই এলাকার আব্দুল করিমের ছেলে মো. রাসেল (২২) ও কাশের মিয়ার ছেলে খোকন মিয়া (২২), মৃত আশরাফ আলীর ছেলে মো. সোলায়মান (৬৪) ও বিজয়নগরের কালারটেকের মিস্টু মিয়া (৬৭)। 

এই ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাসান জানান, ট্রলারডুবির ঘটনায় বিজয়নগর থানায় মামলা করা হয়েছে। উপজেলার চম্পকনগরের মৃত আব্দুল হাসিমের ছেলে সেলিম মিয়া বাদী হয়ে মামলা করেন। এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও বেশ কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। 

ওসি আরও জানান, এ ঘটনায় বালুভর্তি বাল্কহেড এর মাঝি ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করা গেলেও যাত্রীবাহী ট্রলারের মাঝি বা এর সঙ্গে সংশ্লিষ্ট কারও সন্ধান এখনো পাওয়া যায়নি। মাঝিকে খুঁজে বের করতে এরই মধ্যে আমরা অভিযান চালিয়েছি। এ ছাড়া মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের