হোম > সারা দেশ > চট্টগ্রাম

সংবাদ প্রকাশের জের: কুবি শিক্ষার্থীকে বহিষ্কারে নিন্দা–প্রতিবাদ জানাল ইরাব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সংবাদ প্রকাশের জেরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী ও একটি পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রুদ্র ইকবালকে বহিষ্কারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শিক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ইরাব’। 

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি অভিজিৎ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক আকতারুজ্জামান এই প্রতিবাদ জানান। 

বিবৃতিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি একটি অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন বলেছেন, দুর্নীতি-করাপশন উন্নয়ন বাধাগ্রস্ত করে বিষয়টি সত্য নয়। দুর্নীতি হলে দেশের উন্নতি হয়। উপাচার্যের এমন বক্তব্য গণমাধ্যমে প্রকাশ করলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও একটি পত্রিকার প্রতিনিধি রুদ্র ইকবালকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এ প্রেক্ষিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুদ্র ইকবালের বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। নইলে দুর্নীতির পক্ষ নেওয়া উপাচার্যের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের লিখিত অভিযোগ করা হবে। 

তাঁরা আরও বলেন, দুর্নীতির পক্ষে সাফাই গাওয়া এমন উপাচার্যের বিষয়ে অনুসন্ধানী সাংবাদিকতা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের এ বিষয়ে শিক্ষা সাংবাদিকেরা সর্বাত্মক সহযোগিতা করবেন।

উল্লেখ্য, গত ৩১ জুলাই একটি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণে ‘দুর্নীতি হচ্ছে তাই বাংলাদেশে উন্নয়ন হচ্ছে: কুবি উপাচার্য’ শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। এই সংবাদে বক্তব্য বিকৃত করে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইংরেজি বিভাগের ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ওই পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোহাম্মদ ইকবাল মনোয়ারকে গতকাল বুধবার বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত