হোম > সারা দেশ > চট্টগ্রাম

আনোয়ারায় মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় মো. জালাল উদ্দিন (৪৫) নামের এক মৎস্য ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার ভোর ৬টার দিকে উপজেলার শোলকাটা এলাকার মনুমিয়া দীঘিরপাড়ে এ ঘটনা ঘটে। নিহত জালাল উদ্দিন উপজেলার জুঁইদণ্ডী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আলতাফ মুন্সীর ছেলে।

এদিকে এ ঘটনায় ওই এলাকার ছৈয়দ আহমদ (৫৯) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় গ্রাম পুলিশ মহিউদ্দিন সিকদার বলেন, ‘আজ ভোরে জালালসহ জুঁইদণ্ডী থেকে ট্রাকে করে মাছ নিয়ে কালাবিবির দীঘির আড়তে যাচ্ছিলাম আমরা। শোলকাটা মনুমিয়ার দীঘিরপাড় এলাকায় পৌঁছালে সড়কে আমাদের গাড়ির গতি রোধ করে একটি গাড়ি। এ সময় জালাল গাড়ি থেকে নেমে দৌড় দিতে চাইলে জুঁইদণ্ডী এলাকার মোক্তার ও তার দুই সহযোগী জালালকে দৌড়ে ধরে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। আমাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। জালালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

স্থানীয় জুঁইদণ্ডী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহাম্মদ ইদ্রিছ বলেন, ‘মোক্তার আগেও একটি হত্যার ঘটনা ঘটিয়েছে। সে এলাকার চিহ্নিত সন্ত্রাসী। কিছুদিন আগে প্রকাশ্যে জালালকে হত্যার ঘোষণাও দিয়েছিল।’

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘আজ ভোরে মোক্তারের নেতৃত্বে জালালকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর পুলিশ জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হচ্ছে।’

ওসি আরও বলেন, ‘মোক্তার ও জালালের মধ্যে পূর্বশত্রুতা রয়েছে বলে আমরা জেনেছি। তাদের মধ্যে একাধিকবার মারামারির ঘটনাও ঘটেছে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।’

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা