হোম > সারা দেশ > কক্সবাজার

জায়গা দখলকে কেন্দ্র করে গুলিতে রোহিঙ্গা যুবক নিহত

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি  

ঘর ও দোকানের জায়গা দখলকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে পালংখালী ইউনিয়নের বালুখালী ৮ ডব্লিউ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক মনছুর আলম (৩০), ওই ব্লকের মৃত নাজীর হোসেনের ছেলে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি শেখ মোহাম্মদ আলী আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যাম্প ৮ ডব্লিউর এ/ ৪১ ব্লকে ৭ / ৮ জন সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসীরা বসত ঘর ও দোকানের জায়গা দখলকে কেন্দ্র করে মনছুরকে গুলি করে পলিয়ে যায়। পরবর্তীকালে এপিবিএন ও পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ যুবকের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে বসতঘর ও দোকানের জায়গাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানা যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

আরও পড়ুন:

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার