মতলব (চাঁদপুর): মোবাইলে ইন্টারনেটভিত্তিক গেমস ফ্রি ফায়ার খেলার এমবি কেনার টাকা না পেয়ে মামুন (১৪) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণে উপাদী গ্রামে এ ঘটনা ঘটে।
মামুনের মামা সাঈদ হোসেন জানায়, ঈদের ছুটিতে মায়ের সঙ্গে মামুন ও তার দুই বোন নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে মামুন গেমস খেলতে মায়ের কাছে মোবাইলের এমবির জন্য টাকা চাইলে, তার মা কমলা বেগম পরে দেবে বলেন। এই কথা শুনে রাগে ক্ষোভে ঘরের বিদ্যুতের তার গলায় লাগিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তার মা ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করেন। মায়ের আয় দিয়েই তাদের সংসার চলতো।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহিউদ্দিন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করেন। পরে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি মুহাম্মদ মহিউদ্দিন মিয়া।