হোম > সারা দেশ > চট্টগ্রাম

চবি ছাত্রলীগ সভাপতিকে ফের নেতা-কর্মীদের ধাওয়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে ফের ধাওয়ার ঘটনা ঘটেছে। 

আজ শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটক এলাকায় শাখা ছাত্রলীগের বিজয় গ্রুপের একাংশের নেতা কর্মীরা তাকে ধাওয়া দেয়। এর আগে বিজয় গ্রুপের একাংশের নেতাকর্মীদের সঙ্গে সিএফসি গ্রুপের একাংশের নেতা কর্মীদের সংঘর্ষ হয়।

বিজয় গ্রুপের এই অংশের নেতৃত্বে আছেন শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াস। অন্যদিকে সিএফসি গ্রুপের একাংশের নেতৃত্বে আছেন শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল। দুই গ্রুপের নেতা কর্মীরা নিজেদের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচয় দেন।

শাখা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় হাটহাজারীর মেখলে হিন্দু সম্প্রদায়ের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় শিক্ষা উপমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর ফটকের সামনে দাঁড়িয়েছিলেন দুই গ্রুপের নেতাকর্মীরা। শুভেচ্ছা জানিয়ে ক্যাম্পাসে ফেরার পথে এই ঘটনা ঘটে।

বিজয় গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের উপআপ্যায়ন সম্পাদক নয়ন মোদক আজকের পত্রিকাকে বলেন, সভাপতি রেজাউল হক রুবেল বহিরাগতদের নিয়ে নেতাকে শুভেচ্ছা জানাতে এসেছে। আমরা শুভেচ্ছা জানিয়ে ফেরার পথে সে বহিরাগতদের নিয়ে আমাদেরকে টিজ করে। আমাদের কর্মীরা তাদেরকে ধাওয়া দিলে রুবেলসহ সবাই পালিয়ে যায়।

তবে ধাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল। তিনি আজকের পত্রিকাকে বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমি কোনো বহিরাগত নিয়ে আসিনি। আমার কর্মীদের ছবি ফেসবুক লাইভে আছে। তাঁর দাবি, বিজয় গ্রুপের একাংশের নেতা মোহাম্মদ ইলিয়াস ইয়াবা ব্যবসায়ী। ইয়াবা ব্যবসার অবৈধ টাকা দিয়ে সে এসব অপপ্রচার চালাচ্ছে। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে এর আগে গত জুলাই মাসেও লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দেওয়ার ঘটনা ঘটে। ওই সময়ও বিজয় গ্রুপের এই অংশ ও সিএফসি গ্রুপের অপর অংশ ধাওয়া দেয়।

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদরোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য

চট্টগ্রামে কুকুরকে গাড়িচাপায় হত্যা, ডিসি বাসভবনের প্রহরীসহ ২ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

চাঁদাবাজি নিয়ে নৌ উপদেষ্টার বক্তব্যের ব্যাখ্যা চাইলেন চসিক মেয়র