হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া মেমেসিং মারমা পাস করেছে

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাইয়ে বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সেই মেমেসিং মারমা পাস করেছে। সে উপজেলার ওয়াগ্গা উচ্চবিদ্যালয় থেকে মানবিক বিভাগে অংশ নিয়ে গতকাল রোববার প্রকাশিত ফলাফলে ৩.০৬ জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছে। 

মেমেসিং মারমা কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা পাড়ার কৃষক উপাচিং মারমার মেয়ে।  তার বাবা কিডনি রোগে আক্রান্ত হয়ে গত ২৬ ফেব্রুয়ারি মারা যান। 

স্থানীয় লোকজন জানান, বাবার মরদেহের অন্ত্যেষ্টিক্রিয়ার দিন (২৭ ফেব্রুয়ারি) কাপ্তাই উপজেলা সদরের বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয় কেন্দ্রে মেমেসিং মারমার ধর্ম বিষয়ে পরীক্ষা ছিল।  বাবার মরদেহ বাড়িতে রেখে শোকের মধ্যে ধর্ম বিষয়ের পরীক্ষায় অংশ নেয় সে। 

মেমেসিং মারমার প্রতিবেশী চিংসুই মং মারমা বলেন, ‘মেমেসিং মারমার বাবা উপাচিং মারমা গত ২৬ ফেব্রুয়ারি মারা যান। পরের দিন মেয়েটার এসএসসি পরীক্ষা ছিল। ঘরে বাবার মরদেহ রেখে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে। তার ফলাফলে আমরা খুশি।’ 

ওয়াগ্গা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল বলেন, ‘মেমেসিং মারমা ওয়াগ্গা উচ্চবিদ্যালয় থেকে এই বছর এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ধর্ম পরীক্ষার আগের দিন তার বাবার মৃত্যু হয়। বাবার মরদেহ রেখে ওই পরীক্ষাসহ বাকি পরীক্ষায় অংশ নেয়। গতকাল প্রকাশিত ফলাফলে সে ৩.০৬ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হয়েছে। আমরা তার সফলতা কামনা করছি।’

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির