হোম > সারা দেশ > চট্টগ্রাম

টিকার পূর্ণ ডোজের নিশ্চয়তা চেয়ে চট্টগ্রামে প্রবাসীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: টিকার দ্বিতীয় ডোজ পাওয়ার নিশ্চিয়তা দাবি এবং হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন প্রবাসীরা। আজ মঙ্গলবার সকাল ১১টায় আগ্রাবাদে জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সামনে শুরু হওয়া এ বিক্ষোভে হাজারের বেশি প্রবাসী অংশ নেন।

আন্দোলনের নেতৃত্ব দেওয়া মো. ইয়াছিন নামে এক প্রবাসী আজকের পত্রিকাকে বলেন, টিকার দ্বিতীয় ডোজ নিতে এসে আমরা হয়রানির শিকার হচ্ছি। সরকারের প্রজ্ঞাপনে টিকা পাওয়ার অগ্রাধিকারের তালিকায় প্রবাসীরা তিন নম্বরে রয়েছে। কিন্তু আমরা এখনো টিকা পাইনি।

ইয়াছিন বলেন, গতকাল সোমবার আমরা সিভিল সার্জন কার্যালয়ে গেলে সেখান থেকে জানানো হয়, জেলা কর্মসংস্থান ও জনশক্তি রপ্তানি অফিসে যাওয়ার জন্য। এখান থেকে রিপোর্ট পেলে তবেই টিকা দেয়া হবে। মঙ্গলবার সকালে আমরা সবাই এ কার্যালয়ে আসি। ওনার বলছেন, টিকার জন্য চেষ্টা চলছে, বিভিন্ন ঊর্ধ্বতনদের সঙ্গে কথা বলার পাশাপাশি মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে। এ ধরনের দায়সারা বক্তব্য দিচ্ছেন।’

সময়মতো টিকার দ্বিতীয় ডোজ নিতে না পারলে শতশত প্রবাসীর বিদেশ যাত্রা অনিশ্চিত হয়ে পড়বে। অনেকের ফ্লাইট মিস হবে বলে জানান প্রবাসী ইয়াছিন।

তিনি বলেন, আমরা টিকার নিবন্ধনও করতে পারছি না। অ্যাপটি বর্তমানে বন্ধ। আইসিটি বিভাগ থেকে যদি অ্যাপ খুলে দেওয়া হয়, তাহলে আমরা টিকার নিবন্ধন করে ডোজ নিতে পারতাম।

কামাল নামে আরেক প্রবাসী বলেন, আমাদের দুটো ডোজ নিয়ে সার্টিফিকেটটা নিশ্চিত করতে হবে। তবেই বিদেশে যেতে পারব। তা না হলে ওনারা আমাদের অ্যালাউ করবে না। এ বিক্ষোভে অন্তত দুই হাজার প্রবাসী অংশ নিয়েছেন বলে জানান তিনি।

এসব অভিযোগের বিষয়ে জানতে চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ পরিচালক জহিরুল আলম মজুমদারের সেলফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি জবাব দেননি।

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় বিক্ষোভরত প্রবাসীরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের বরাবরে স্মারকলিপি দিয়েছেন বলে জানা গেছে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত