চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গরুর রশি ও গরুর গলার ঘন্টা চুরিকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে কয়েক দফায় সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এ সময় আরও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় নিহতরা হলেন, মো. জালাল (২২) ও কামাল (১৮)। আজ শুক্রবার (১৬ ডিসেম্বিবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, শফিকুল ইসলাম (৬০) ও তাঁর ছেলে খোরশেদ আলম (৩২)। তাঁরা ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আবছার তালুকদার বলেন, জালাল ও কামালের খেতের ফসল শফিকের গরু নষ্ট করেছে এমন অভিযোগে আজ সকালে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গরুর রশি ও গরুর গলার ঘন্টা চুরি হয়েছে এমন সন্দেহে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। এর পর যে যার মতো বাড়িতে চলে যান। আজ বিকেলে আবারও তাঁদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ধারালো ছুরির আঘাতে ঘটনাস্থলে মো. জালাল (২২) ও কামাল (১৮) নিহত হন। এ সময় আহত হন আরও চারজন। আহতরা হলেন প্রতিবেশী মো. ইদ্রিছ (৬৫) এবং তাঁর তিন ছেলে মো. বাদশা (১৮), সালাউদ্দিন (২৬) ও মো. রানা (১৭)।