হোম > সারা দেশ > চট্টগ্রাম

গরুর গলার ঘণ্টা চুরি নিয়ে কথা-কাটাকাটির জেরে দুই ভাই নিহত, আটক ২ 

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গরুর রশি ও গরুর গলার ঘন্টা চুরিকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে কয়েক দফায় সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এ সময় আরও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় নিহতরা হলেন, মো. জালাল (২২) ও কামাল (১৮)। আজ শুক্রবার (১৬ ডিসেম্বিবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার পদুয়া ইউনিয়নের পশ্চিম খুরুশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, শফিকুল ইসলাম (৬০) ও তাঁর ছেলে খোরশেদ আলম (৩২)। তাঁরা ওই গ্রামের বাসিন্দা। 

স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল আবছার তালুকদার বলেন, জালাল ও কামালের খেতের ফসল শফিকের গরু নষ্ট করেছে এমন অভিযোগে আজ সকালে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গরুর রশি ও গরুর গলার ঘন্টা চুরি হয়েছে এমন সন্দেহে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। এর পর যে যার মতো বাড়িতে চলে যান। আজ বিকেলে আবারও তাঁদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ধারালো ছুরির আঘাতে ঘটনাস্থলে মো. জালাল (২২) ও কামাল (১৮) নিহত হন। এ সময় আহত হন আরও চারজন। আহতরা হলেন প্রতিবেশী মো. ইদ্রিছ (৬৫) এবং তাঁর তিন ছেলে মো. বাদশা (১৮), সালাউদ্দিন (২৬) ও মো. রানা (১৭)। 

এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল ইসলাম বলেন, ‘গবাদিপশুর রশি ও গলার মুকুট নিয়ে হাতাহাতি হয়েছে বলে জেনেছি। কথা-কাটাকাটির একপর্যায়ে ধারালো ছুরির আঘাতে ঘটনাস্থলে দুজন মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

টেকনাফে গুলিবিদ্ধ শিশু আফনান ও মাইন বিস্ফোরণে আহত হানিফের পরিবারকে আর্থিক সহায়তা

খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসার সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগ

‘জীবন দিয়ে হলেও সীমান্ত রক্ষা করব’— বিজিবিতে নিয়োগ পেয়ে ফেলানীর ভাই

বিজিবির সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নয়: শপথ অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান