হোম > সারা দেশ > চট্টগ্রাম

দোল পূর্ণিমা মেলা ঘিরে চন্দ্রনাথধাম মন্দিরে লাখো পুণ্যার্থীর ঢল

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের সীতাকুণ্ডে দোল পূর্ণিমা মেলা ঘিরে চন্দ্রনাথধাম মন্দিরে পুণ্যার্থীদের ঢল। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামের সীতাকুণ্ডে দোল পূর্ণিমা মেলা ঘিরে চন্দ্রনাথধাম মন্দিরে লাখো পুণ্যার্থীর ঢল নেমেছে। সনাতন ধর্মানুসারীদের আজ শুক্রবার ভোর থেকে বিকেল পর্যন্ত দল বেঁধে আঁকাবাঁকা পাহাড়ি পথ বেয়ে প্রায় ১ হাজার ২০০ ফুট ওপরের চন্দ্রনাথধাম মন্দিরে উঠতে দেখা গেছে।

পুণ্যার্থীরা চার থেকে ছয় ঘণ্টা হেঁটে পাহাড়ের চূড়ায় ওঠার পর পুণ্য লাভের আশায় মন্দিরে থাকা শিবলিঙ্গে ডাবের পানি, দুধ ঢেলে প্রার্থনা করেন। শেষে তাঁরা একে অপরের কপাল ও মুখে আবিরের রং মাখিয়ে হোলি খেলায় মেতে ওঠেন।

মেলার আয়োজকেরা জানান, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুশৃঙ্খলভাবে দিনব্যাপী আয়োজিত দোল পূর্ণিমা মেলা ও হোলি উৎসব সম্পন্ন হয়েছে। এবারের মেলায় ধারণার চেয়ে বেশি পুণ্যার্থীর আগমন ঘটেছে।

সরেজমিন দেখা গেছে, শুক্রবার বন্ধের দিন হওয়ায় এবারের দোল পূর্ণিমা মেলায় দেশের বিভিন্ন জেলা থেকে অনেক পুণ্যার্থী আসেন। অনেকে আবার এসেছেন দেশের বাইরে থেকেও। আগত পুণ্যার্থীদের মধ্যে বৃদ্ধ-বৃদ্ধারা লাঠিতে ভর দিয়ে আর মা-বাবারা তাঁদের শিশুদের কোলে, কাঁধে নিয়ে ওঠেন চন্দ্রনাথধামে। মন্দির দর্শনের পাশাপাশি তাঁরা প্রায় এক কিলোমিটারজুড়ে বসা নানা ধরনের পণ্যের দোকান থেকে কেনাকাটা করেন।

চট্টগ্রামের সীতাকুণ্ডে দোল পূর্ণিমা মেলা ঘিরে চন্দ্রনাথধাম মন্দিরে পুণ্যার্থীদের ঢল। ছবি: আজকের পত্রিকা

মেলায় আগতদের নিয়ে মেলা কমিটির উদ্যোগে প্রসাদ বিতরণের পাশাপাশি মন্দিরে পূজা, হোম যজ্ঞ, ধর্মীয় গান প্রতিযোগিতা, গীতা পাঠসহ বিভিন্ন ধরনের ধর্মীয় অনুষ্ঠান করতে দেখা গেছে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, দোল মেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত ৭০ জন সদস্য দিনব্যাপী দায়িত্ব পালন করেন। ফলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে উৎসব।

চট্টগ্রামে বিরোধপূর্ণ জমি: ১ বছর নিয়ে ২০ বছর ইজারা

বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

বউভাতে যাওয়ার পথে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে কনের নানি নিহত

৯ জুলাই যোদ্ধা চাকরি পেলেন চট্টগ্রাম বন্দরে

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

‘সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পরিকল্পিতভাবে হিন্দুদের বাড়িতে আগুন’

টেকনাফে গুলিবিদ্ধ শিশুটিকে পাঠানো হচ্ছে ঢাকায়, মাথার খুলির এক পাশ খুলে রাখা হয়েছে

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে