হোম > সারা দেশ > চট্টগ্রাম

আরও তিন মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক এমপি ফজলে করিমকে

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

এ বি এম ফজলে করিম চৌধুরী। ফাইল ছবি

চট্টগ্রামের রাউজান থানায় হত্যাচেষ্টা, ভাঙচুর, নাশকতাসহ নানা অভিযোগে দায়ের হওয়া আরও তিন মামলায় সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীকে গ্রেপ্তার দেখানো (শোন অ্যারেস্ট) হয়েছে। আজ মঙ্গলবার সকালে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলামের আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

চট্টগ্রাম জেলা আদালতের কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতে রাউজান থানার হত্যাচেষ্টা, ভাঙচুর ও নাশকতাসহ বিভিন্ন অভিযোগে হওয়া তিন মামলায় এ বি এম ফজলে করিম চৌধুরীকে শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেন পুলিশ। পরে আদালত শুনানি শেষে তিনটি মামলায় আসামিকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

এর আগে পুলিশের কড়া নিরাপত্তায় মাধ্যমে সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ফজলে করিমকে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে আনা হয়। এ সময় নিয়মিত পুলিশের পাশাপাশি আদালতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান ফজলে করিম। এরপর গত ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। নিরাপত্তার কারণে গত ১৯ সেপ্টেম্বর তাঁকে একটি হেলিকপ্টারে করে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আনা হয়। পরে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাসহ বিভিন্ন অভিযোগে একে একে বিভিন্ন মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির