রাঙামাটি প্রতিনিধি
ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে রাঙামাটির কাপ্তাই হ্রদে কাল বুধবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের নৌযান চলাচল বন্ধের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। আজ মঙ্গলবার ঘূর্ণিঝড় প্রস্তুতির জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যেকোনো জরুরি প্রয়োজনে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের মোবাইল নম্বর ০১৮২০-৩০৮৮৬৯ ও টেলিফোন নম্বর ০২৩৩৩৩৭১৭২২ এ যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।