হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেসবুক লাইভে ওসিকে পেটানোর হুমকি: শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদকে ধরতে পুরস্কার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জুলাই অভ্যুত্থানের পর চট্টগ্রামে ছোট সাজ্জাদের দৌরাত্ম্য বেড়েছে। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদের (২৫) তথ্য ও গ্রেপ্তারে সহায়তাকারীর জন্য পুরস্কার ঘোষণা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। আজ বৃহস্পতিবার সিএমপি কমিশনার হাসিব আজিজ পক্ষ থেকে এই পুরস্কারের কথা ঘোষণা করেন। তবে ঠিক কত টাকা পুরস্কার দেওয়া হবে তা পরিষ্কার না করলেও টাকার অঙ্কটা হ্যান্ডসাম বলে জানান এ কর্মকর্তা।

সাজ্জাদ বায়েজিদ বোস্তামী থানাসংলগ্ন হাটহাজারী থানার শিকারপুরের মো. জামালের ছেলে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে নগরীর বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে নগ্ন করে পেটানোর হুমকি দিয়েছেন শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন। এ ঘটনায় ওই পুলিশ কর্মকর্তা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সিএমপি থেকে প্রাপ্ত তথ্যমতে, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মো. সাজ্জাদ হোসেন প্রকাশ ছোট সাজ্জাদকে আইনের আওতায় আনার জন্য যে বা যাঁরা তাঁর অবস্থান-সংক্রান্ত সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করবেন, তাঁকে বা তাঁদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে উপযুক্ত অর্থ পুরস্কার দেওয়া হবে। সংবাদদাতা-তথ্যদাতা-গ্রেপ্তারের সহায়তাকারীর পরিচয় অবশ্যই গোপন রাখা হবে।

এ বিষয়ে জানতে চাইলে সিএমপির উপকমিশনার (ক্রাইম) রইছ উদ্দিন আজকের পত্রিকা বলেন, ‘সাজ্জাদকে গ্রেপ্তারে মোটা অঙ্কের টাকা পুরস্কারের ঘোষণা করা হয়েছে। তবে টাকার অঙ্ক এখন বলছি না।’

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ

আওয়ামী লীগের ২ শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

চকরিয়ায় বাসের ধাক্কায় আহত মোটরসাইকেল আরোহী নিহত

উপাচার্য-উপ-উপাচার্যের পদত্যাগসহ চার দফা দাবিতে চবি ছাত্রদলের অবস্থান

চট্টগ্রাম-২ আসনের বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরকে শোকজ

বোয়ালখালীতে আগুনে পুড়ল গোয়ালঘরসহ ৩ বসতঘর, দগ্ধ হয়ে ৩ গরুর মৃত্যু