হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

মামাতো-ফুপাতো বোন সানজিদা (১৫) ও ফাহমিদা (১৬)। একই সঙ্গে ঢাকা থেকে একজনের নানাবাড়ি অন্যজনের দাদাবাড়ি লক্ষ্মীপুরে যাচ্ছিল তারা। পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। 

আজ শনিবার সকাল ১০টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের পালেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের পাশাপাশি দাফন করা হয়েছে। এই ঘটনায় চালককে আটক করা হয়েছে। 

নিহত সানজিদা লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার পূর্ব কেরোয়া গ্রামের আমিন উদ্দিন মুনশি বাড়ির আরিফুর রহমানের মেয়ে। সে লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতনের ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল। একই এলাকার কাজি বাড়ির আলমগীর হোসেনের মেয়ে ফাহমিদা। সে ঢাকার সেগুনবাগিচা বেগম রহিমা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। 

নিহত সানজিদার চাচা শরীফুল ইসলাম ও ফাহমিদার বাবা আলমগীর হোসেন বলেন, কয়েক দিন আগে সানজিদা বাবা-মাসহ ঢাকায় ফাহমিদাদের বাড়িতে বেড়াতে যায়। শুক্রবার রাতে তারা বাসে করে রওনা দেন। ফাহমিদার বাবা-মা গ্রামের বাড়িতে নেমে যান। কিন্তু ফাহমিদা পরদিন সানজিদাকে নিয়ে নানার বাড়িতে ফিরবেন এমন বায়না ধরে লক্ষ্মীপুরে মামার ভাড়া বাসায় চলে যায়। শনিবার সকালে বাড়িতে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। 

দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যুতে নির্বাক পুরো পরিবার; গ্রামজুড়ে নিস্তব্ধতা। বিকেলে তাঁদের রায়পুরের পূর্ব কেরোয়া গ্রামের আমিন উদ্দিন মুনশি বাড়ির পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় পুলিশের পক্ষ থেকে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের