হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

গরমে ফের বাঁকা সেই রেললাইন, পানি ঢেলে সোজা করার চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রচণ্ড গরমে আবারও ব্রাহ্মণবাড়িয়া শহরে রেললাইন বাঁকা হয়ে গেছে। লোহার পাতে পানি ঢেলে সোজা করার চেষ্টা চলছে। তবে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ সচল আছে। 

আজ শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের দাড়িয়াপুর এলাকায় রেললাইনটি বাঁকা হওয়ার খবর আসে বলে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ের স্টেশনমাস্টার জানান।   

স্টেশনমাস্টার রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকাল পৌনে ১০টায়ও এই লাইন দিয়ে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন অতিক্রম করে। এরপর সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়েছি, তীব্র গরমে সেই লাইনটি ফের বাঁকা হয়ে গেছে।’

স্টেশনমাস্টার আরও বলেন, আপাতত বাঁকা হয়ে যাওয়া লাইন দিয়ে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ থাকবে। আরেক লাইন দিয়েই আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ৩০ কিলোমিটার গতিসীমায় ট্রেন চলছে; পাশাপাশি বাঁকা লাইন মেরামতের কাজ চলছে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে দিকে একই জায়গায় তীব্র গরমে রেললাইন বাঁকা হয়ে মালবাহী ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। তবে একটি লাইনে আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। দীর্ঘ ২৭ ঘণ্টার চেষ্টায় শুক্রবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে লাইনচ্যুত হওয়া বগিগুলো উদ্ধার করা হয়।

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ

চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনে ইটপাটকেল নিক্ষেপ, আটক ১২

হান্নান মাসউদকে ফেসবুকে হুমকি

হাদির মৃত্যুর খবরে নওফেলের বাসায় অগ্নিসংযোগ, ভারতীয় হাইকমিশনের সামনে বিক্ষোভ

বাহিনী নির্মূলে প্রয়োজনে চরমপন্থা অবলম্বন করতেও দ্বিধা করব না: সিএমপি কমিশনার