হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

বিজয়নগরে ট্রলারডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২২

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া-বিজয়নগরে যাত্রীবাহী ট্রলারডুবির পর থেকেই নিখোঁজ ছিল তিন বছর বয়সী শিশু নাশরা। অবশেষে শনিবার সকাল ১০টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা নাশরার মরদেহ উদ্ধার করেছে। এ নিয়ে ট্রলার ডুবির ঘটনায় এখন পর্যন্ত ২২ জনের মরদেহ উদ্ধার করা হলো। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

জানা গেছে, নিহত নাশরা জেলা শহরের পৈরতলা এলাকার হারিছ মিয়ার মেয়ে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপপরিচালক তৌফিকুল ইসলাম জানান, ট্রলারডুবির ঘটনায় শিশু নাশরা নিখোঁজ ছিল। তাকে উদ্ধারের জন্য শনিবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু হয়। পরে সকাল ১০টায় নাশরার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি বলেন, ডুবে যাওয়া নৌকাটি উদ্ধারের চেষ্টা চলছে।

এর আগে শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার লইছকা বিলে এ ঘটনায় যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়ার নৌকাডুবির ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া নিহত প্রতিটি পরিবারকে লাশ দাফনের জন্য ২০ হাজার টাকা করে দেওয়া হবে।

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

ফেনীতে মাধ্যমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

পরিত্যক্ত পানিতে লবণ তৈরি

মিরসরাইয়ে জমি নিয়ে বিরোধে শিশুকে আছাড় মেরে হত্যা, মাকে মারধর

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৯ জন কারাগারে

চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াল নভোএয়ার

জঙ্গল সলিমপুর: রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি