হোম > সারা দেশ > কক্সবাজার

সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় টেকনাফের সমুদ্র উপকূলে ২৪ রোহিঙ্গা উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় কক্সবাজারের টেকনাফের সমুদ্র উপকূলীয় এলাকা থেকে নারী, শিশুসহ ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়।

বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক মো. মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। উদ্ধার রোহিঙ্গাদের মধ্যে ছয়জন শিশু, ছয়জন নারী ও ১২ জন পুরুষ রয়েছে। তাঁরা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

পরিদর্শক মশিউর রহমান বলেন, গতকাল রাতে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার সমুদ্র উপকূলের পাহাড়ে বেশ কিছু মানুষ জড়ো হওয়ার খবর পায় পুলিশ। পুলিশের একটি দল সেখানে পৌঁছালে চার-পাঁচজন লোক কৌশলে পালিয়ে যায়। এ সময় পাহাড়ের ঝোপ-জঙ্গল থেকে ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়।

উদ্ধার রোহিঙ্গারের উদ্ধৃতি দিয়ে মশিউর রহমান বলেন, সেখান থেকে পালিয়ে যাওয়া লোকজন তাঁদের সাগরপথে ট্রলারে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করেছিল। রাতের যেকোনো সময় তাঁদের ট্রলারে তুলে দেওয়ার কথা ছিল।

পুলিশের এই কর্মকর্তা বলেন, রাতে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রে নিয়ে আসা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক এসব রোহিঙ্গাকে ক্যাম্পে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত