হোম > সারা দেশ > চট্টগ্রাম

গভীর রাতে বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে পুলিশি অভিযান 

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

পটিয়া উপজেলা বিএনপির বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে রাতে নেতা-কর্মীদের বাড়িতে পুলিশি অভিযান চালানো হয় বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়। এর আগে গত শনিবার রাতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের কমপক্ষে শতাধিক নেতা-কর্মীর বাড়িতে অভিযান চালানো হয়। এরপর থেকে অনেক নেতা-কর্মী বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে গেছেন। 

এ বিষয়ে পটিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব খোরশেদ আলম বলেন, ‘সরকার পুলিশ দিয়ে আতঙ্ক সৃষ্টি করে বিএনপির নেতা-কর্মীদের মনোবল নষ্ট করার খেলায় মেতেছেন। আজ বিক্ষোভ সমাবেশে যাতে আমাদের নেতা-কর্মীরা আসতে না পারেন সে জন্য পুলিশের এ অভিযান। কিন্তু বাধা-বিপত্তি উপেক্ষা করে আজ সমাবেশে বিএনপি নেতা-কর্মীরা সরকারবিরোধী আন্দোলনকে আরও বেগবান করবেন।’ 

সদস্যসচিব আরও বলেন, ‘গত কয়েক দিন ধরে গভীর রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালিয়েছে পুলিশ।’

জেলা বিএনপির নেতা রেজাউল করিম নেছার জানান, রাতে পুলিশ তাঁর বাসায় তল্লাশি চালায়। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই সময় বাসায় ছিলেন না তিনি। একই সময়ে যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতা-কর্মীদের বাসায়ও পুলিশ তল্লাশি চালিয়েছে বলে জানান বিএনপির এই নেতা। 

এ বিষয়ে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান বলেন, ‘যাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে তাঁদের বাড়িতে পুলিশ অভিযানে যেতেই পারে। আর মামলায় যদি বিএনপির নেতা-কর্মী আসামি হয়ে থাকেন তাহলে তো আমাদের করার কিছুই নেই। বিএনপি নেতা-কর্মীরা এটাকে তাঁদের সমাবেশ উপলক্ষে তল্লাশি চালানো হচ্ছে বলে জানাচ্ছেন। যা সম্পূর্ণ অবান্তর কথাবার্তা।’

চট্টগ্রামের ফটিকছড়ি: পাহাড়-টিলা সাবাড়, ভরাট হচ্ছে পুকুর

কক্সবাজারের চকরিয়া: মাতামুহুরীতে বেড়া দিয়ে মাছ চাষ বিএনপি নেতার

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বক্তব্য: চবি ভিসি-প্রোভিসি ৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ, ছাত্রদল-শিবিরের উত্তেজনা

স্ত্রীকে ‘ভাবি’ বানিয়ে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন, ছেলেকে বানিয়েছেন ভাতিজা

মিরসরাইয়ে রেললাইনের পাশ থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

চবির সহ-উপাচার্যের পদত্যাগ দাবিতে প্রশাসনিক ভবনে তালা

কোম্পানীগঞ্জে কৃষকের দুটি গরু জবাই করে পালাল দুর্বৃত্তরা

১৫ দিনেও পরিচয় মেলেনি সীতাকুণ্ডে উদ্ধার হওয়া পোড়া নারীর মরদেহের

চট্টগ্রামে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

কুমিল্লায় শিশুখাদ্যে নিষিদ্ধ রং ব্যবহার, ৫০ হাজার টাকা জরিমানা