হোম > সারা দেশ > কক্সবাজার

কুকুরের সাহায্যে ৬০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ 

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফে ব্রাভো নামের একটি কুকুরের সাহায্যে ৬০ হাজার ইয়াবা শনাক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় ইয়াবা বহনের দায়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া বিজিবি চেকপোস্টে তাঁদের ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইলের কালিহাতী সরলা এলাকার মৃত আবদুল আজিজের ছেলে মো. লেবু মিয়া (২৫) ও নিকরাইল গোহালিয়া বাড়ির মো. সানোয়ার হোসেনের ছেলে মো. ইসমাইল হোসেন (৩৪)। 

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সল হাসান খান জানান, সকালে একটি কক্সবাজারগামী মালবাহী ট্রাক দমদমিয়া চেকপোস্টে পৌঁছে। নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ব্রাভো নামের একটি কুকুর সব গাড়ি চ্যাক করতে থাকে। একপর্যায়ে একটি মালবাহী ট্রাকের এয়ার ক্লিনার ফিল্টারে কুকুরটি ঘ্রাণ নেওয়া অব্যাহত রাখে ও সন্দেহজনক আচরণ শুরু করে। তাৎক্ষণিক কুকুরটির সঙ্গে থাকা বিজিবি সদস্যরা ফিল্টারটি খুলে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করে। সেই সঙ্গে ওই চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা বহনের দায়ে ট্রাকটিও জব্দ করে। 

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে অধিনায়ক জানান, ইয়াবাগুলো ওই এলাকার জনৈক হাফিজুর রহমানের কাছে পৌঁছে দিতে পাচার করছিলেন চালক হেলপার। 

এ দিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সাগর থেকে অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবা উদ্ধার করে কোস্টগার্ড। সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মীর ইমরানুর রশিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক করা হয়। তবে পাচারকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫