হোম > সারা দেশ > কক্সবাজার

কুকুরের সাহায্যে ৬০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২ 

প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফে ব্রাভো নামের একটি কুকুরের সাহায্যে ৬০ হাজার ইয়াবা শনাক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ ঘটনায় ইয়াবা বহনের দায়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া বিজিবি চেকপোস্টে তাঁদের ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, টাঙ্গাইলের কালিহাতী সরলা এলাকার মৃত আবদুল আজিজের ছেলে মো. লেবু মিয়া (২৫) ও নিকরাইল গোহালিয়া বাড়ির মো. সানোয়ার হোসেনের ছেলে মো. ইসমাইল হোসেন (৩৪)। 

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. ফয়সল হাসান খান জানান, সকালে একটি কক্সবাজারগামী মালবাহী ট্রাক দমদমিয়া চেকপোস্টে পৌঁছে। নিয়মিত তল্লাশির অংশ হিসেবে ব্রাভো নামের একটি কুকুর সব গাড়ি চ্যাক করতে থাকে। একপর্যায়ে একটি মালবাহী ট্রাকের এয়ার ক্লিনার ফিল্টারে কুকুরটি ঘ্রাণ নেওয়া অব্যাহত রাখে ও সন্দেহজনক আচরণ শুরু করে। তাৎক্ষণিক কুকুরটির সঙ্গে থাকা বিজিবি সদস্যরা ফিল্টারটি খুলে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করে। সেই সঙ্গে ওই চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা বহনের দায়ে ট্রাকটিও জব্দ করে। 

গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে অধিনায়ক জানান, ইয়াবাগুলো ওই এলাকার জনৈক হাফিজুর রহমানের কাছে পৌঁছে দিতে পাচার করছিলেন চালক হেলপার। 

এ দিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সেন্টমার্টিনের ছেড়াদ্বীপ সংলগ্ন সাগর থেকে অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবা উদ্ধার করে কোস্টগার্ড। সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মীর ইমরানুর রশিদ সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক করা হয়। তবে পাচারকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ