হোম > সারা দেশ > চাঁদপুর

জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী: দীপু মনি 

চাঁদপুর প্রতিনিধি

সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি বলেছেন, ‘জাতির পিতা যে স্বপ্ন দেখেছিলেন, তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে স্বপ্ন বাস্তবায়নের জন্য এখন কাজ করে চলেছেন। তিনি যেভাবের দেশের অর্থনৈতিক উন্নয়ন করছেন, দেশ তত অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে।’ 

আজ শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর স্টেডিয়ামে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী এসব কথা বলেন। 

দীপু মনি বলেন, ‘আমাদের এই রোগীদের পাশে দাঁড়ানোর সক্ষমতা আমরা দেখতে পাচ্ছি। কারণ দেশে সরকারি ভালো ভালো হাসপাতাল তৈরি হয়েছে। অনেক ডায়াগনস্টিক সেন্টার হয়েছে এবং সেখানে স্বল্পমূল্যে ভালো চিকিৎসার ব্যবস্থা আছে। কাজেই আপনাদের বলব কোনো দালালের খপ্পরে পড়বেন না। আপনার অসুস্থতার বিষয়ে সরাসরি চিকিৎসকের কাছে যাবেন এবং সেবা নেবেন। প্রয়োজন হলে সরকারি হাসপাতালে যাবেন। আপনাদের অনুরোধ করব সরকারি হাসপাতালে গেলে সেখানে সবচাইতে ভালো চিকিৎসা পাবেন এটির নিশ্চয়তা দেওয়া যায়। কারণ এসব হাসপাতালগুলোতে দেশের সবচেয়ে অভিজ্ঞ চিকিৎসকেরা রয়েছেন।’ 

শেখ হাসিনার সরকার সমাজ সেবায় মানুষের পাশে দাঁড়াচ্ছে উল্লেখ করে দীপু মনি বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আপনাদের পাশে আরও বেশি দাঁড়াতে পারব। আমি আপনাদের সবার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি। আপনাদের যে কষ্টটা হচ্ছে তাঁর থেকে দ্রুত সুস্থতা কামনা করি।’ 

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্ত, জন্মগত হৃদ্‌রোগ এবং থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের আর্থিক কর্মসূচির আওতায় অনুষ্ঠানে ১৩৬ জন রোগীকে ৫০ হাজার করে ৬৮ লাখ টাকার চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি দীপু মনি রোগীদের হাতে এসব চেক তুলে দেন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি জে আর ওয়াদুদ টিপু, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন্নাহার চৌদুরী। 

জেলা সমাজসেবা কর্মকর্তা (রেজি.) মনিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়। স্বাগত বক্তব্য দেন সমাজকল্যাণ অধিদপ্তরের (চাঁদপুর) উপপরিচালক রজত শুভ্র সরকার।

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম

চট্টগ্রামে গিয়াস কাদেরের আসনে গোলাম আকবরকেও মনোনয়ন বিএনপির