হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত, আহত ৩

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক মোহাম্মদ জমির নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। 

আজ রোববার দুপুর দেড়টায় উপজেলার চন্দ্রঘোনা-কাপ্তাই সড়কের বুইজ্জার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী সাবের আহমেদ জানান, উপজেলার চন্দ্রঘোনা-কাপ্তাই সড়কের বুইজ্জার দোকান এলাকায় একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশাচালক জমির নিহত হন। ঘটনাস্থলে পুলিশ আসার আগেই ট্রাকচালক পালিয়ে যান। এ ঘটনায় অটোরিকশায় থাকা তিন যাত্রী আহত হন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিলকী বলেন, ‘ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত অটোরিকশাচালকের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। তাঁকে ধরার চেষ্টা চলছে।’ 

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত

ফটিকছড়িতে গুলিতে নিহত ১

মিরসরাইয়ে পুলিশ পরিচয়ে পোলট্রি ফার্মে ঢুকে ডাকাতি, মোটরসাইকেলসহ মালপত্র লুট