চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোচালক মোহাম্মদ জমির নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
আজ রোববার দুপুর দেড়টায় উপজেলার চন্দ্রঘোনা-কাপ্তাই সড়কের বুইজ্জার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সাবের আহমেদ জানান, উপজেলার চন্দ্রঘোনা-কাপ্তাই সড়কের বুইজ্জার দোকান এলাকায় একটি ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজি অটোরিকশাচালক জমির নিহত হন। ঘটনাস্থলে পুলিশ আসার আগেই ট্রাকচালক পালিয়ে যান। এ ঘটনায় অটোরিকশায় থাকা তিন যাত্রী আহত হন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মিলকী বলেন, ‘ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহত অটোরিকশাচালকের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ট্রাকচালক পলাতক রয়েছেন। তাঁকে ধরার চেষ্টা চলছে।’