হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে করোনায় আরও ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মাসে জেলাটিতে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। আজ সোমবার চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, করোনায় আক্রান্ত হয়ে ওই দুই ব্যক্তি গত শনিবার মারা যান। তাঁরা হলেন কাজী আব্দুল আওয়াল (৮৫) ও রাবেয়া খাতুন (৯৫)।

আব্দুল আওয়ালের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুরে এবং রাবেয়া খাতুন নগরের কোতোয়ালি থানার ফিরিঙ্গি বাজার এলাকার বাসিন্দা ছিলেন। তাঁরা নগরের ইম্পেরিয়াল হাসপাতালে নিউমোনিয়া-পরবর্তী ফুসফুসের প্রদাহজনিত জটিলতায় ভুগছিলেন।

এদিকে, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও চারজনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারকেয়ার হাসপাতালে একজন করে এবং শেভরন হাসপাতালের ল্যাবে দুজনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় চলতি বছর মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৮। এর মধ্যে নগরে আক্রান্ত ৬৯ জন এবং বিভিন্ন উপজেলায় শনাক্ত হয় ৯ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন জাহাঙ্গীর আলম চৌধুরী করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে নগরবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪