কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার এলাকায় একটি বাসের চাপায় অটোরিকশার যাত্রী এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশার আরও তিন যাত্রী। নিহত কলেজশিক্ষার্থীর নাম মোহাম্মদ সোয়াত হোসেন (১৮)। আজ রোববার সকাল ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত সোয়াত কক্সবাজার সিটি কলেজের এবারের এইচএসসি পরীক্ষার্থী।
ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কক্সবাজারমুখী একটি বাস অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সোয়াত মারা যান। আহতদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।