হোম > সারা দেশ > কক্সবাজার

টেকনাফে পাহাড়ে গরু চরাতে গিয়ে নিখোঁজ ২ রাখাল 

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের পাহাড়ে গরু চরাতে গিয়ে দুই রাখাল নিখোঁজ হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে থেকে তাঁরা নিখোঁজ রয়েছেন। পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের ধারণা, তাঁদের সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে গেছে।

নিখোঁজ অলি আহমদ (৩২) উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের রোজারঘোনা এলাকার আমির হোসেনের ছেলে ও নুর মোহাম্মদ (১৭) কম্বনিয়াপাড়া এলাকার মোহাম্মদ ফিরোজের ছেলে।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ হাসান বলেন, মঙ্গলবার সকালে স্থানীয় দুজন রাখাল পাহাড়ে গরু চরাতে যান। বিকেল পর্যন্ত ফিরে না আসায় স্থানীয়রা তাঁদের খুঁজতে যান। পাহাড়ে গিয়ে গরুগুলো পেলেও দুজনের সন্ধান পাননি তাঁরা। ধারণা করা হচ্ছে অপহরণকারীরা মুক্তিপণের জন্য তাঁদের অপহরণ করে গহিন পাহাড়ে নিয়ে গেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি বলেন, অপহরণের বিষয়ে কেউ এখনো অভিযোগ দেয়নি। পুলিশ খোঁজ নিয়ে ব্যবস্থা নিচ্ছে।

এ নিয়ে গত এক বছরে টেকনাফের পাহাড়ি এলাকায় ১০৯ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫৯ জন স্থানীয় বাসিন্দা, বাকিরা রোহিঙ্গা নাগরিক। অপহৃত অর্ধশতাধিক ব্যক্তি মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগী পরিবার জানিয়েছে।

ভোটের মাঠে: জয়ের সমীকরণ পাল্টেদেবে পাহাড়ি ভোটার

চাঁদপুরে হেফাজতে নির্যাতন, ৪ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে থার্টি ফার্স্ট নিয়ে ৬ নির্দেশনা সিএমপির

খামারে ডাকাতের হানা, অস্ত্র ঠেকিয়ে ১২ গরু লুট

চন্দনাইশে অলিপুত্রের সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু