হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাকলিয়ায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সারা দেশে শাটডাউনের অংশ হিসেবে চট্টগ্রামের বাকলিয়া এলাকায় সড়ক অবরোধ করার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীদের। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বাকলিয়ার নতুন ব্রিজ এলাকায় ৪০০-৫০০ কোটা আন্দোলনকারী অবস্থান নেন। একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ওপর টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীরা পুলিশের ওপর ইটপাটকেল ছোড়েন। ৩০ মিনিট চলা এই সংঘর্ষের পর ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে যান। এই ঘটনায় কয়েকজন ছাত্র আহত হন।

ঘটনাস্থলে রয়েছেন আজকের পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার আব্দুল কাইয়ুম। তিনি বলেন, মোবাইল ইন্টারনেট কাজ করছে না। নতুন ব্রিজ এলাকায় প্রচুর বিজিবি ও পুলিশ ছিল। আন্দোলনকারীরা সড়ক অবরোধ করলে পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ডগ্রেনেড ছোড়েন। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অবরোধ করে রাখা হয়। ৩০ মিনিট সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এ সময় কয়েকজন শিক্ষার্থী আহত হন। এখন কোনো আন্দোলনকারী নেই।

শফিকুল হাসান নামে এক শিক্ষার্থী বলেন, ‘সরকার এখন আন্দোলনকারীদের ছাত্রদল-শিবির বানাতে ব্যস্ত। এগুলো পুরোনো নাটক। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।’

এ বিষয়ে পুলিশের বাকলিয়া জোনের ডিসি মোস্তাফিজুর রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক