হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুরে বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে আজ দুপুরে বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। ছবি: আজকের পত্রিকা

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২ জুলাই) দুপুর দেড়টার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কদ্দিপাঁচগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান নিরব ও শাহ আলম খান সুমন বলেন, এলাকার তপদার বাড়ির বাসিন্দা মৃত খালেক তপদারের ছেলে আব্দুর রব তপদার (৬০) ও তাঁর ছেলে সায়েম তপদার (২৩) বাড়ির পাশের বিলে পাট জাগ দিতে গিয়েছিলেন। পাশেই আকতার তপদারের দোকানে নেওয়া বিদ্যুতের সাইড লাইনের তার ছিঁড়ে পানিতে পড়ে ছিল। সেই ছেঁড়া তারে আব্দুর রব তপদার বিদ্যুতায়িত হয়ে কাতরাতে থাকলে ছোট একটি মেয়ে তাঁর ছেলে সায়েমকে বিষয়টি জানায়। দূর থেকে বাবার এমন অবস্থা দেখে দৌড়ে গিয়ে বাবাকে আগলে ধরলে সায়েমও বিদ্যুতায়িত হন।

পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের বিল থেকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত আব্দুর রব তপদার ছিলেন পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তাঁর তিন মেয়ে ও দুই ছেলের মধ্যে নিহত সায়েম হোসেন ছোট এবং শাহতলী কামিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

রাউজানে গোলাম আকবর নয়, গিয়াস কাদেরকেই বেছে নিল বিএনপি

এলপিজি সিলিন্ডারবাহী ট্রাক উল্টে দৃষ্টিপ্রতিবন্ধী ভিক্ষুক নিহত, আহত ২

চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা: চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ আদালতের