চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে বিদ্যুতায়িত হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২ জুলাই) দুপুর দেড়টার দিকে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কদ্দিপাঁচগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান নিরব ও শাহ আলম খান সুমন বলেন, এলাকার তপদার বাড়ির বাসিন্দা মৃত খালেক তপদারের ছেলে আব্দুর রব তপদার (৬০) ও তাঁর ছেলে সায়েম তপদার (২৩) বাড়ির পাশের বিলে পাট জাগ দিতে গিয়েছিলেন। পাশেই আকতার তপদারের দোকানে নেওয়া বিদ্যুতের সাইড লাইনের তার ছিঁড়ে পানিতে পড়ে ছিল। সেই ছেঁড়া তারে আব্দুর রব তপদার বিদ্যুতায়িত হয়ে কাতরাতে থাকলে ছোট একটি মেয়ে তাঁর ছেলে সায়েমকে বিষয়টি জানায়। দূর থেকে বাবার এমন অবস্থা দেখে দৌড়ে গিয়ে বাবাকে আগলে ধরলে সায়েমও বিদ্যুতায়িত হন।
পরে স্থানীয় বাসিন্দারা তাঁদের বিল থেকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত আব্দুর রব তপদার ছিলেন পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তাঁর তিন মেয়ে ও দুই ছেলের মধ্যে নিহত সায়েম হোসেন ছোট এবং শাহতলী কামিল মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।