হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে হরতালের সমর্থনে মিছিল, দুটি বাস ভাঙচুর

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিএনপি, জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিনে লক্ষ্মীপুরে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে হরতাল সমর্থনকারীরা। সকালে শহরের উত্তর তেমহুনী এলাকায় হরতালের সমর্থনে বিএনপির মিছিল শেষে দুটি বাসে ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে আসার আগে পালিয়ে যায় হরতালকারীরা। 

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উত্তর তেমহুনী এলাকায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল শেষে দুটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে। জড়িতদের ধরতে অভিযান চলছে। নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের বিভিন্ন জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এদিকে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের বেড়ির মাথা এলাকায় শিবিরের নেতা-কর্মীরা মিছিল করতে চাইলে ধাওয়া দেয় পুলিশ। সকালে দালাল বাজার, মিয়া রাস্তার মাথা ও ভবানীগঞ্জ এলাকায়সহ বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে বিক্ষোভ করে বিএনপিসহ সমমনা দলগুলো। 

অন্যদিকে বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে শহরে তিন চাকার ছোট যানবাহন চলাচল করছে।

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ