হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

কমলনগরে নৌকাডুবির ঘটনায় বাবার মৃত্যু, ১৩ দিনেও মেলেনি ছেলের সন্ধান

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনার ১৩ দিনেও নিখোঁজ নুর উদ্দিনের (২৮) সন্ধান মেলেনি। গতকাল বুধবার নিখোঁজ নুর উদ্দিনের ছোট ভাই সালাউদ্দিন সন্ধান না পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ৬ নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনায় বাবা-ছেলে নিখোঁজ হন। তিন দিন পরে বাবা নুরুজ্জামানের (৫০) মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নুরুজ্জামান ও নিখোঁজ নুর উদ্দিন উপজেলার চরফলকন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জাজিরা এলাকার বাসিন্দা। 

জানা যায়, গত ৬ নভেম্বর দিবাগত রাত ৩টার দিকে মেঘনার মাতাব্বরহাট এলাকায় মাছ ধরার সময় পন্টুনের সঙ্গে ধাক্কা লেগে নৌকাডুবির ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় চারজন জেলে বেঁচে ফিরলেও নিখোঁজ হন বাবা-ছেলে। এর তিন দিন পর গত ৯ নভেম্বর সকাল ১০টায় মেঘনার মতিরহাট এলাকা থেকে বাবা নুরুজ্জামানের মরদেহ উদ্ধার করা হয়। 

নিখোঁজ নুর উদ্দিনের সন্ধানে উপকূলীয় থানাগুলোতে বার্তা দিয়ে রেখেছে পুলিশ। ফায়ার সার্ভিসের ডুবুরি দলও ঘটনাস্থলসহ আশপাশে খোঁজ করেও তাঁর সন্ধান পাননি। স্বজনেরা নদীতীরবর্তী এলাকায় সন্ধান চেয়ে মাইকিং করেছেন। 
 
এ বিষয়ে স্বজনেরা জানান, নুর উদ্দিন একটি বীমা কোম্পানিতে চাকরি করতেন। শখ করে বাবার সঙ্গে নদীতে মাছ ধরতে যান। কিন্তু তিনি সাঁতার জানতেন না। ধারণা করা হচ্ছে, সাঁতার না জানার কারণে নুর উদ্দিনকে বাঁচাতে গিয়ে বাবা-ছেলে দুজনই নিখোঁজ হন। পরে বাবার মরদেহ উদ্ধার করা হলেও ছেলে এখনো নিখোঁজ রয়েছেন। 

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির