হোম > সারা দেশ > চট্টগ্রাম

পুলিশকে জেরার সময় আদালতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন আইনজীবী 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম আদালতে মাদক মামলার বাদী পুলিশ কর্মকর্তাকে জেরা করার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন আইনজীবী মোহাম্মদ জোবাইরুল হক (৪০)। আজ বুধবার বেলা দেড়টার দিকে দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আমিরুল ইসলামের আদালতে এ ঘটনা ঘটে। 

এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. নাঈম হোসেন। আইনজীবী জোবাইরুলের গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের চতুর্থ ব্যাচের ছাত্র ছিলেন। আজ আসরের নামাজের পর চট্টগ্রাম আদালত চত্বরে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হাবিবুর রহমান জানান, ইয়াবা মামলায় বাদী পুলিশ কর্মকর্তাকে জেরা করছিলেন আইনজীবী জোবাইরুল। জেরা শেষও হয়। এ সময় তিনি হঠাৎ লুটিয়ে পড়েন। পরে তাঁকে দ্রুত নগরের একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিমুদ্দিন চৌধুরী বলেন, আদালতে মামলার জেরা চলাকালে আইনজীবী জোবাইরুল হক অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী কফিল উদ্দিন বলেন, ‘অফিসের তালা খোলার আধ ঘণ্টা পর (সকাল সাড়ে ৯টায়) জোবাইর ভাই এসে অফিস স্টাফের হাতে দুটি রিকল দিয়ে বলে যান তিনি বিকেলে এসে তা নিয়ে যাবেন। কিন্তু বিকেলে তিনি আর আসার সুযোগ পাননি। চলে গেলেন পরপারে।’

মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা

চট্টগ্রামে নালা থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার

সড়ক থেকে উদ্ধার সেই শিশু দাদির জিম্মায়, বাবা কারাগারে

চট্টগ্রামে ছুরিকাঘাতে পুলিশ সদস্য হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

মিয়ানমার সীমান্তে গোলাগুলি: টেকনাফের গুলিবিদ্ধ শিশুটি লাইফ সাপোর্টে

ফেনী হাসপাতালে অপারেশন থিয়েটারে রান্না করার ঘটনায় দুই নার্স বরখাস্ত

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকল ফলের দোকানে

চট্টগ্রামে পোর্ট কলোনিতে মোটরসাইকেলচালকের ছুরিকাহত মরদেহ, পুলিশ বলছে হামলা অন্য এলাকায়

ব্যাংক থেকে টাকা তুলে বের হতেই ছোঁ মেরে নিয়ে গেল ছিনতাইকারী

ওমানে সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির এক পরিবারের তিনজন নিহত