হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া স্ত্রীকে ছুরিকাঘাত হত্যা, স্বামী পলাতক

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গৃহবধূ মেঘলা আক্তারকে (১৮) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী নাইম মিয়ার (৩০) বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নাইম মিয়া। 

আজ সোমবার সকালে পৌরসভার কালিকাপুর আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বাবা আলমগীর হোসেন বাদী হয়ে কসবা থানায় হত্যা মামলা করেছেন। অভিযুক্ত নাইম মিয়া নোয়াখালী জেলার মাইজদি এলাকার বাসিন্দা। 

আলমগীর হোসেন জানান, তিন বছর আগে চট্টগ্রামে গার্মেন্টসে চাকরি করতে গিয়ে তাঁর মেয়ে মেঘলার সঙ্গে সম্পর্ক হয় নাইম মিয়ার। পরে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর বাড়িতে (কসবায়) চলে আসে। এক বছর আগে সৌদি আরব যায় নাইম। এরপর খালাতো ভাই মো. জয়ের সঙ্গে মেঘলার ঘনিষ্ঠতা বাড়ে। একপর্যায়ে ঈদুল আজহার সময় জয়ের সঙ্গে পালিয়ে যায় মেঘলা। পালিয়ে যাওয়ার এক সপ্তাহ পর আবার বাড়ি ফিরে আসে মেঘলা। এ বিষয়টি এলাকায় জানাজানিও হয়ে যায়। 

আলমগীর হোসেন আরও জানান,৪-৫ দিন আগে প্রবাস থেকে ফিরে আসে নাইম। মেঘলার পালিয়ে যাওয়ার বিষয়টি জানতে পারে। সোমবার সকালে তিনি (আলমগীর হোসেন) ছোট দুই মেয়েকে নিয়ে মাদ্রাসায় যায়। এই ফাঁকে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডার হয়। একপর্যায়ে নাইম ছুরি দিয়ে মেঘলাকে আঘাত করে পালিয়ে যায়। 

মাদ্রাসা থেকে ফিরে ঘরে এসে দেখতে পান মেঘলার রক্তাক্ত দেহ পরে আছে বিছানায়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে মেঘলার মৃত্যু হয় বলে জানান আলমগীর হোসেন। 

এ বিষয়ে কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, এ ঘটনায় নিহতের বাবা আলমগীর হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

মিয়ানমার সীমান্ত: বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির