হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া স্ত্রীকে ছুরিকাঘাত হত্যা, স্বামী পলাতক

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গৃহবধূ মেঘলা আক্তারকে (১৮) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী নাইম মিয়ার (৩০) বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নাইম মিয়া। 

আজ সোমবার সকালে পৌরসভার কালিকাপুর আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের বাবা আলমগীর হোসেন বাদী হয়ে কসবা থানায় হত্যা মামলা করেছেন। অভিযুক্ত নাইম মিয়া নোয়াখালী জেলার মাইজদি এলাকার বাসিন্দা। 

আলমগীর হোসেন জানান, তিন বছর আগে চট্টগ্রামে গার্মেন্টসে চাকরি করতে গিয়ে তাঁর মেয়ে মেঘলার সঙ্গে সম্পর্ক হয় নাইম মিয়ার। পরে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর বাড়িতে (কসবায়) চলে আসে। এক বছর আগে সৌদি আরব যায় নাইম। এরপর খালাতো ভাই মো. জয়ের সঙ্গে মেঘলার ঘনিষ্ঠতা বাড়ে। একপর্যায়ে ঈদুল আজহার সময় জয়ের সঙ্গে পালিয়ে যায় মেঘলা। পালিয়ে যাওয়ার এক সপ্তাহ পর আবার বাড়ি ফিরে আসে মেঘলা। এ বিষয়টি এলাকায় জানাজানিও হয়ে যায়। 

আলমগীর হোসেন আরও জানান,৪-৫ দিন আগে প্রবাস থেকে ফিরে আসে নাইম। মেঘলার পালিয়ে যাওয়ার বিষয়টি জানতে পারে। সোমবার সকালে তিনি (আলমগীর হোসেন) ছোট দুই মেয়েকে নিয়ে মাদ্রাসায় যায়। এই ফাঁকে দুজনের মধ্যে বাগ্‌বিতণ্ডার হয়। একপর্যায়ে নাইম ছুরি দিয়ে মেঘলাকে আঘাত করে পালিয়ে যায়। 

মাদ্রাসা থেকে ফিরে ঘরে এসে দেখতে পান মেঘলার রক্তাক্ত দেহ পরে আছে বিছানায়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পথে মেঘলার মৃত্যু হয় বলে জানান আলমগীর হোসেন। 

এ বিষয়ে কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, এ ঘটনায় নিহতের বাবা আলমগীর হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার

বান্দরবানে সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুরের বাড়িতে অগ্নিসংযোগ

সীতাকুণ্ডে কাভার্ড ভ্যানের চাপায় ব্যবসায়ী নিহত

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার থানায় সেলফি: অব্যাহতির খবর পেয়ে কনস্টেবল অসুস্থ