হোম > সারা দেশ > কক্সবাজার

কক্সবাজার সৈকতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সৈকতে উচ্ছেদ অভিযান। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজার শহরের দরিয়ানগর সমুদ্রসৈকতে প্যারাসেইলিংয়ের অনুমতি নিয়ে বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করেছিল ফ্লাই এয়ার সি স্পোর্টস নামক একটি প্রতিষ্ঠান। চার বছর আগে মেরিন ড্রাইভ-সংলগ্ন এই সৈকতে প্যারাসেইলিংয়ের অনুমতি নিয়ে প্রতিষ্ঠানটি বালিয়াড়ি দখল করে টয়লেট, কর্মচারী থাকার ঘরসহ অন্তত চারটি স্থাপনা নির্মাণ করে।

জেলা প্রশাসনের অনুমতি ছাড়া এসব স্থাপনা নির্মাণের অভিযোগে আজ সোমবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে সেখানে তৈরি করা সব স্থাপনা উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলা প্রশাসন থেকে প্রতিষ্ঠানটিকে দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু তারা বালিয়াড়ি দখল করে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করেছে। এতে জেলা প্রশাসনের কোনো অনুমতি ছিল না।

কক্সবাজার সৈকতে উচ্ছেদ অভিযান। ছবি: আজকের পত্রিকা

এর আগে ২০ মে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটক দম্পতি আহত হওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রেখেছে জেলা প্রশাসন।

প্যারাসেইলিং পরিচালনাকারী প্রতিষ্ঠান ফ্লাই এয়ার সি স্পোর্টসের মালিক মোহাম্মদ ফরিদ বালিয়াড়ি দখলের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, সমুদ্রসৈকতে এ ধরনের অস্থায়ী স্থাপনা রয়েছে। প্যারাসেইলিংয়ের মালপত্র সংরক্ষণ করতে অস্থায়ী ঘরগুলো করা হয়েছিল। এগুলো সরানোর নির্দেশ দিলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সরানো হতো।

সীতাকুণ্ডে জমির সীমানা নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ

চেসকোড বিজয় দিবস আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন রবিউল

লাঠিতে ভর দিয়ে করতে হয় যাতায়াত, একই পরিবারে ছয় প্রতিবন্ধীর মানবেতর জীবন

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের হার ২৯ শতাংশ বৃদ্ধি, অর্ধেকই পথচারী

ভবন পরিকল্পনা অনুমোদনে ঘুষ দাবি, সিডিএ কার্যালয়ে দুদকের অভিযান

ফটিকছড়িতে ইজিবাইক উল্টে নারী নিহত

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই