হোম > সারা দেশ > চট্টগ্রাম

মে দিবসে চট্টগ্রামে ৮ ঘণ্টা যান চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

পয়লা মে বৃহত্তর চট্টগ্রামে ভোর ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত আট ঘণ্টা সবধরনের পণ্য ও যাত্রীবাহী যান চলাচল বন্ধ থাকবে। ওই দিন মে দিবস উপলক্ষে শ্রমিকেরা ছুটি ভোগ করবেন।

আজ সোমবার চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠনের চট্টগ্রাম আঞ্চলিক কমিটির কার্যকরী সভাপতি রবিউল মাওলার সভাপতিত্বে সভায় ফেডারেশনভুক্ত ৪৭টি বেসিক শ্রমিক সংগঠনের নেতারা অংশ নেন।

সভায় সিদ্ধান্ত হয়, মে দিবস উপলক্ষে ওই দিন সকাল ১০টায় স্টেশন রোডের বিআরটিসি বাস টার্মিনাল চত্বরে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য লাল পতাকার মিছিল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে।

সভায় শ্রমিক নেতা রবিউল মাওলাকে আহ্বায়ক ও আজম চৌধুরীকে সদস্যসচিব করে ৩৩ সদস্যবিশিষ্ট ‘মে দিবস উদ্‌যাপন প্রস্তুতি কমিটি’ গঠন করা হয়।

এ ছাড়া সভায় দক্ষিণ চট্টগ্রাম পিএবি সড়কে বাসশ্রমিকদের ওপর মাহিন্দ্রা–সিএনজি গাড়ির মালিকদের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। সমাধান না হলে যেকোনো সময় ওই সড়কে যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ করে দেওয়ায় হুঁশিয়ারি দেওয়া হয়।

সভায় বক্তব্য দেন মৃণাল চৌধুরী, মোহাম্মদ মুছা, অলি আহামদ, আজম চৌধুরী, শাহ আলম চৌধুরী, মোহাম্মদ ইলিয়াছ, কামাল উদ্দিন, মো. শফি, শাহ আলম হাওলাদার, সাইফুল ইসলাম শাহীন, জাবেদুল হক, শাহাদাত হোসেন, জহিরুল ইসলাম প্রমুখ।

বাসার দরজা ভেঙে চবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

একমঞ্চে ৬১ চিকিৎসা গবেষণাপত্র উপস্থাপন

চবির শাটলে বসা নিয়ে বাগ্‌বিতণ্ডা, শিক্ষার্থীকে মারধর

রাউজানে ৪টি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার গাড়িতে হামলা, একজন বলছিলেন—‘গুলি কর’

পার্বত্য চুক্তির বর্ষপূর্তির অনুষ্ঠান থেকে ফেরার পথে গ্রেপ্তার আইনজীবী জামিনে মুক্ত

চট্টগ্রাম বন্দর বিদেশিদের ইজারার প্রতিবাদে দিনে লাল পতাকা, রাতে মশাল মিছিল

চমেক হাসপাতালে সেবা বন্ধ রেখে অর্ধদিবস কর্মবিরতি

পার্টির পেছনে ইসলাম থাকলে, সেটা ইসলাম হয়ে যায় না: সালাহউদ্দিন আহমদ

সেন্ট মার্টিনে জাহাজ চলাচলের দ্বিতীয় দিনেও কোটার ৮০০ কম পর্যটক