হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ঈদের বকেয়া বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ঈদের বকেয়া বোনাসের দাবিতে ইপিজেড মোড়ে শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামে ঈদের বকেয়া বোনাসের দাবিতে প্রায় ১ হাজার ৮০০ শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) মডেস্টি কারখানার শ্রমিকেরা আজ বুধবার সকাল ১০টার দিকে ইপিজেড মোড়ে এসে সড়ক অবরোধ করেন। পরে বেলা ১১টার দিকে তাঁদের সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জেএনএফ করপোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান মডেস্টির একটি কারখানায় প্রায় ১ হাজার ৮০০ শ্রমিক কাজ করেন। ঈদে তাঁদের বোনাস দেওয়া হয়নি। ১৭ এপ্রিল তা পরিশোধ করা হবে বলে জানিয়েছিল কারখানা কর্তৃপক্ষ। তবে শ্রমিকেরা তা মানতে রাজি না হয়ে কারখানায় বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ইপিজেড মোড়ে এসে এয়ারপোর্ট সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।

সহকারী কমিশনার হাসান বলেন, ‘শ্রমিকদের দাবি আজই (বুধবার) তাঁদের ঈদের বোনাস ও মার্চ মাসের বেতন দিতে হবে। আমরা শ্রমিকদের বুঝিয়ে আপাতত সড়ক থেকে সরিয়ে দিয়েছি। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’

উল্লেখ, গত শনিবার থেকে চট্টগ্রাম ইপিজেডে একের পর এক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। প্রায় প্রতিদিনই কোনো না কোনো কারখানার শ্রমিকেরা এসে সড়ক অবরোধ করছেন। এতে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার