হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ঈদের বকেয়া বোনাসের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে ঈদের বকেয়া বোনাসের দাবিতে ইপিজেড মোড়ে শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রামে ঈদের বকেয়া বোনাসের দাবিতে প্রায় ১ হাজার ৮০০ শ্রমিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) মডেস্টি কারখানার শ্রমিকেরা আজ বুধবার সকাল ১০টার দিকে ইপিজেড মোড়ে এসে সড়ক অবরোধ করেন। পরে বেলা ১১টার দিকে তাঁদের সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর জোনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জেএনএফ করপোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান মডেস্টির একটি কারখানায় প্রায় ১ হাজার ৮০০ শ্রমিক কাজ করেন। ঈদে তাঁদের বোনাস দেওয়া হয়নি। ১৭ এপ্রিল তা পরিশোধ করা হবে বলে জানিয়েছিল কারখানা কর্তৃপক্ষ। তবে শ্রমিকেরা তা মানতে রাজি না হয়ে কারখানায় বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ইপিজেড মোড়ে এসে এয়ারপোর্ট সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।

সহকারী কমিশনার হাসান বলেন, ‘শ্রমিকদের দাবি আজই (বুধবার) তাঁদের ঈদের বোনাস ও মার্চ মাসের বেতন দিতে হবে। আমরা শ্রমিকদের বুঝিয়ে আপাতত সড়ক থেকে সরিয়ে দিয়েছি। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’

উল্লেখ, গত শনিবার থেকে চট্টগ্রাম ইপিজেডে একের পর এক কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। প্রায় প্রতিদিনই কোনো না কোনো কারখানার শ্রমিকেরা এসে সড়ক অবরোধ করছেন। এতে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

‘ব্যাংক অ্যাকাউন্ট নেই’ দাবি করা জামায়াত প্রার্থী শাহজাহান চৌধুরীর ব্যাংকে ১০ লাখ টাকা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভুয়া শিক্ষার্থী আটক

চট্টগ্রাম রেলওয়ে: ল্যান্ডক্রুজারে অফিসে যান দ্বিতীয় শ্রেণির কর্মচারী

রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের বাড়াতে হবে: আমীর খসরু

কুমিল্লায় র‍্যাবের অভিযানে পুলিশের লুট হওয়া চায়নিজ রাইফেল উদ্ধার

রাঙামাটিতে গাছবোঝাই মিনি পিকআপ খাদে পড়ে নিহত ২, আহত ১

নোয়াখালীতে ৬২ মণ জাটকা জব্দ, আটক ৬ জনকে জরিমানা

বর্ষার দুর্ভোগ কাটাল সামিরা দুরহাট ছড়ার টেকসই ভেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম ছাত্রদলের

জুলাই সনদে একাত্তর ও বিসমিল্লাহ বাদ নিয়ে কিছু বলা হয়নি: আলী রীয়াজ