চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৫ কোটি ৩৭ লাখ ২৫ হাজার টাকার দুর্নীতিতে জড়িত প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ ফোরকানকে অবশেষে বদলি করা হয়েছে। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে এই সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়। ওই আদেশে স্বাক্ষর আছে দপ্তরটির পরিচালক (প্রশাসন) ডা. মো. শামিউল ইসলাম।
মোহাম্মদ ফোরকানকে মুন্সিগঞ্জের লৌহজংয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হিসাব রক্ষক হিসেবে বদলি করা হয়।
জানা গেছে, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ ফোরকান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একটি স্মারকের নম্বর জেনারেল হাসপাতালের বিলের কাগজে বসিয়ে ২০১৩-১৪ অর্থবছরের আটকে যাওয়া একটি ৫ কোটি ৩৭ লাখ টাকার বিল পাশ করানোর চেষ্টা করেন। এ জন্য তিনি ভুয়া কাগজপত্র তৈরি করে তত্ত্বাবধায়কের স্বাক্ষরও করিয়ে নেন। পরে তত্ত্বাবধায়কের স্বাক্ষরযুক্ত ভুয়া বিলটি নিয়ে যখন মঙ্গলবার (২৮ জুন) বিভাগীয় হিসাব নিয়ন্ত্রণ অফিসে যান, সেখানে দায়িত্বরত কর্মকর্তাদের কাছে বিষয়টি ধরা পড়ে।
২৯ জুন কোতোয়ালি থানা-পুলিশের পরামর্শে অভিযোগ জানাতে শেষমেশ দুদকের দ্বারস্থ হন হাসপাতালটির তত্ত্বাবধায়ক শেখ ফজলে রাব্বী।