হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামের টেরিবাজারে কাপড়ের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীর টেরিবাজারে কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রোববার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টায় আগুনের সূত্রপাত হয়। রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত গুদামের ভেতর থেকে ধোঁয়া উঠছিল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক জানান, কাপড়ের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। নন্দনকানন, আগ্রাবাদ ও চন্দনপুরা স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এতে বড় দুর্ঘটনা থেকে রক্ষা হয়েছে। টেরিবাজার ও আশপাশের এলাকায় ছোট-বড় অন্তত তিন হাজার দোকান রয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ছাড়াও সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন।

টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আবদুল মান্নান বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা খুব দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপরও আগুনে কোটি টাকার মতো ক্ষতি হতে পারে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন; যাতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো যায়।

খালেদা জিয়ার মৃত্যুতে জাতি অভিভাবকসুলভ নেতৃত্বকে হারাল: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন

চট্টগ্রামে সংসদ নির্বাচন: তিন আসনে বিএনপির প্রার্থী নিয়ে উত্তেজনা

পেট্রোলিয়াম করপোরেশন: দেড় বছরেও চালু হয়নি ৮ হাজার কোটি টাকার প্রকল্প

সাঈদ আল নোমানের বিরুদ্ধে মনোনয়নপত্র দাখিলের সময় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

ভোটের মাঠে যারা বাধা হবে, তাদের অস্তিত্ব থাকবে না: আমীর খসরু

কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহর সমর্থনে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

পটিয়ায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ৪

সাতকানিয়ায় খালের পাড় কেটে মাটি বিক্রি

সাতকানিয়ায় বন্দুকসহ এক ব্যক্তি গ্রেপ্তার

চট্টগ্রাম-১৪ আসনে ধানের শীষ পেলেন বেনজীরের ব্যবসায়িক সহযোগী জসিম