লক্ষ্মীপুরে পুকুরে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মহিউদ্দিন ডাক্তারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম মোস্তাফিজুর রহমান। সে ওই এলাকার মো. মনির হোসেনের ছেলে।
পুলিশ ও স্বজনেরা জানায়, সকালে শিশুটি বাড়ির উঠানে খেলাধুলা করছিল। সবার অগোচরে বাড়ির পাশে পুকুরে ডুবে যায় সে। পুকুরে শিশুটির দেহ ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে পুকুরের পানিতে ডুবে শিশুটি মারা যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এটি দুর্ঘটনা। যেহেতু কারও কোনো অভিযোগ নেই, সে কারণে ময়নাতদন্ত ছাড়াই দাফন করতে কোনো সমস্যা নেই।’