হোম > সারা দেশ > চট্টগ্রাম

ধাওয়া খেয়ে গাছ থেকে পুকুরে ঝাঁপ দেয় মেছোবাঘটি

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি 

মেছোবাঘ। ছবি: সংগৃহীত

ভরদুপুরে লোকালয়ে চলে এল একটি মেছোবাঘ। লোকজন ধাওয়া দিতেই এটি লাফিয়ে জামগাছের মগডালে উঠে পড়ে। পরে সেখান থেকে লাফ দিয়ে বাড়ির পাশে ইউনিয়ন পরিষদের পুকুর পাড়ের গাছে চলে যায়। এলাকাবাসী ধাওয়া দিলে মেছোবাঘটি পরিষদের পুকুরে লাফিয়ে পড়ে। পরে পুকুরে জাল মেরে এটিকে ধরা হয়। আজ শনিবার বেলা আড়াইটার সময় চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের রঙ্গীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জালে আটকা পড়া মেছোবাঘ। ছবি: আজকের পত্রিকা

স্থানীয় যুবদল নেতা লোকমান হোসেন রকিব জানান, দুপুরের পর হঠাৎ মেছোবাঘটি তাঁদের বাড়িতে ঢুকে যায়। এ সময় তিনি ও তাঁর ভাতিজা মাহমুদ, কায়েদ, শাহারিয়ার ও নাঈম বাঘটিকে ধাওয়া দেন। ধাওয়া খেয়ে এটি লাফিয়ে বাড়ির পাশে থাকা জামগাছে উঠে যায়। পরে সেখান থেকে লাফিয়ে নেমে বাড়ির পাশে ইউনিয়ন পরিষদের পুকুর পাড়ে থাকা গাছে উঠে যায়। এলাকাবাসীসহ তাঁরা সেখানে ধাওয়া দিলে মেছোবাঘটি গাছ থেকে পুকুরে ঝাঁপিয়ে পড়ে। পরে পুকুরে জাল ফেলে মেছোবাঘটিকে ধরা হয়। হোসেন রকিব আরও জানান, মেছোবাঘটিকে আটকের পর বনে অবমুক্ত করার জন্য বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের দায়িত্বরত রেঞ্জ কর্মকর্তার কাছে তাঁরা হস্তান্তর করেছেন।

বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের দায়িত্ব রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, এলাকাবাসী জাল দিয়ে মেছোবাঘটিকে আটকের পর তাঁদের কাছে হস্তান্তর করেছে। তবে অবমুক্ত করার আগেই এটি জাল ছিঁড়ে পার্কের ভেতরে থাকা বনে পালিয়ে যায়।

আচরণবিধি লঙ্ঘন করায় বিএনপির প্রার্থীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে হৃদরোগবিষয়ক সম্মেলন শুরু ১৫ ডিসেম্বর

‘গুলি কর’ বলে কাস্টমস কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় ২ ভাড়াটে গ্রেপ্তার

মিরসরাইয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, জুলাই মঞ্চ নেতার মৃত্যু

মিয়ানমারে পাচারের সময় ৬০০ বস্তা সিমেন্টসহ আটক ১১

কারাবন্দী যুবক ও দুই জুলাই যোদ্ধার বিরুদ্ধে চাঁদাবাজির ‘মিথ্যা মামলা’ দেওয়ার অভিযোগ

যমুনা অয়েল: ৬ দায়িত্বে এক কর্মকর্তা, দুর্নীতির অভিযোগ

সুষ্ঠু নির্বাচন করার সক্ষমতার শঙ্কা দূর হচ্ছে না: দেবপ্রিয় ভট্টাচার্য

চট্টগ্রামে কুকুরকে গাড়িচাপায় হত্যা, ডিসি বাসভবনের প্রহরীসহ ২ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ

চাঁদাবাজি নিয়ে নৌ উপদেষ্টার বক্তব্যের ব্যাখ্যা চাইলেন চসিক মেয়র