হোম > সারা দেশ > কক্সবাজার

চকরিয়ায় রেললাইন পর্যবেক্ষণ করা ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় রেললাইন পর্যবেক্ষণ করা ট্রেনে (ট্রলি রান) কাটা পড়ে শাহ আলম (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

আজ রোববার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার পহরচাঁদা গোবিন্দপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি বরইতলী ইউনিয়নের পশ্চিম গোবিন্দপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ‘কক্সবাজার এক্সপ্রেস’ কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। সকাল সোয়া ৭টার দিকে কক্সবাজার এক্সপ্রেস যাওয়ার আগে অ্যাডভান্স পাইলট সিস্টেমে ট্রেন চলাচলের সময় রেললাইনে পর্যবেক্ষণ করা ট্রলি রানের ইঞ্জিনে কাটা পড়েন বৃদ্ধ শাহ আলম। ঘটনাস্থলেই তিনি মারা যান। ধারণা করা হচ্ছে, রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ইঞ্জিনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে। 

রেলওয়ে সূত্রে জানা গেছে, পূর্বাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ গত ডিসেম্বরে অ্যাডভান্স পাইলট সিস্টেমে ট্রেন চলাচল শুরু করে। নিরাপত্তা বিবেচনায় ট্রেন প্রতিটি ট্রেন চলাচলের আগে ট্রলি রান বা অ্যাডভান্স পাইলট ব্যবস্থায় ট্রেনের আগে আলাদা একটি ইঞ্জিন চলাচল করবে। 

এ ব্যাপারে চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, সকালে ট্রেনের ট্রলি রানের ইঞ্জিনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। হারবাং পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। রেলওয়ে পুলিশ আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে।

রাজনৈতিক প্রশ্রয়ে ভয়ংকর

বাংলাদেশে আসার অপেক্ষায় হাজার হাজার বার্মিজ গরু

মাত্র দেড় বছর আগে র‍্যাবে যোগদান করেছিলেন বিজিবি সদস্য মোতালেব

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‍্যাবের ডিজি

মিরসরাইয়ে লরির ধাক্কায় প্রাণ গেল সবজি ব্যবসায়ীর

জঙ্গল সলিমপুর: মাইকে ঘোষণা দিয়ে র‍্যাবের ওপর ৫০০ দুর্বৃত্তের হামলা

চট্টগ্রাম বন্দর: ২ ‘মাঘেও’ বন্দর থেকে ছাড়া পাচ্ছে না ত্রাণের শীতবস্ত্র

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

হাটহাজারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তরুণের

সিএমপির গণবিজ্ঞপ্তি প্রত্যাখ্যান ও চসিক মেয়রের পদত্যাগের দাবি এনসিপির